হোম > বিশ্ব > এশিয়া

বঙ্গোপসাগরে নিখোঁজ মালয়েশিয়ার নাবিকের মিলল লাশ 

চট্টগ্রামে জাহাজের ‘পাইলট লাডার’ (জাহাজ থেকে ওঠা-নামার ঝুলন্ত মই) লাগানোর সময় বঙ্গপোসাগরে পড়ে যাওয়া এক মালয়েশিয় নাবিকের (৩১) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১২ মে) উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে। 

মালায়শিয়ার সংবাদমাধ্যম মালায়মেইল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

এর আগে, ওই নাবিক গত বুধবার (৮ মে) ওই নাবিক বঙ্গপোসাগরে পড়ে যান। ন্যাশনাল ইউনিয়ন অব সিফারার্স অব পেনিনসুলার মালয়েশিয়ার (এনইউএসপিএম) নির্বাহী সম্পাদক ইকমল আজম থানারাজ আবদুল্লাহ ৩১ বছর বয়সী ওই নিখোঁজ মালয়েশিয়ান ক্রুর বিষয়টি নিশ্চিত করেন। 

বিষয়টি নিহত নাবিকের পরিবারকে শিগগিরই অবহিত করা হবে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘নিহতের লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য বাংলাদেশে রয়েছে। আমি আজ রোববার নিহতের পরিবারের সঙ্গে দেখা করব। তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে”

এর আগে, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইট) নিহতের সহকর্মী ড্যানিয়্যাল ডিডিডি এক পোস্টে জানান, তাঁর সহকর্মী বাংলাদেশের জলসীমায় জাহাজ থেকে পড়ে গেছেন। নিখোঁজ সহকর্মীকে সুস্থাবস্থায় ফিরে পেতে সবার কাছে দোয়া চান। ওই পোস্টের সঙ্গে তিনি ঘটনাস্থলের একটি ভিডিও জুড়ে দেন।

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা