হোম > বিশ্ব > এশিয়া

কাবুল বিমানবন্দরে হামলার মূল হোতাকে হত্যা করল তালেবান

২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার মূল হোতা হিসেবে বিবেচিত ইসলামিক স্টেটের (আইএস) এক নেতাকে হত্যা করেছে তালেবান। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে বিবিসিকে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। 

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলে নেওয়ার পর আফগান নাগরিকেরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হন। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এই হামলার নেপথ্যের আইএস নেতা নিহত হয়েছেন কয়েক সপ্তাহ আগেই। তবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হতে সময় লেগেছে। এ ছাড়া ওই নেতার নামও প্রকাশ করা হয়নি। 

গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং ওই অঞ্চল পর্যবেক্ষণের মাধ্যমে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে, সেই আইএস নেতা মারা গেছেন। তবে বোমা হামলার জন্য যে এই নেতাই দায়ী, এটি কীভাবে জানা গেল সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি কর্মকর্তারা। 

সিনিয়র এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ‘সরকারের বিশেষজ্ঞরা এ বিষয়ে অনেকটা নিশ্চিত যে, ওই ব্যক্তিই বিমানবন্দরে বোমা হামলার জন্য মূল হোতা ছিলেন।’ 

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র আইএসের এই নেতার মৃত্যুর খবর জানতে পেরেছিল এপ্রিলের শুরুতে। তবে তালেবান তাঁকে টার্গেট করে হত্যা করেছে, নাকি আইএস-তালেবানের সংঘাতে পড়ে তিনি নিহত হয়েছেন, তা স্পষ্ট জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি