হোম > বিশ্ব > এশিয়া

অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যু

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্ব জুড়েই বাড়ছে শঙ্কা। করোনার নতুন ধরন ওমিক্রনে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে একজনের মৃত্যু হয়েছে। এটিই অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যুর ঘটনা। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিডনির হাসপাতালে ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বয়স ৮০। এজ কেয়ার ফেসিলিটিতে ছিলেন ওই বৃদ্ধ। সেখানেই ওমিক্রন হয় তাঁর। তবে কর্তৃপক্ষ এ মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। ওমিক্রনে অস্ট্রেলিয়ায় শনাক্ত বাড়তে শুরু করলেও হাসপাতালে রোগী ভর্তির হার কম হওয়ায় এখনই কোনো বিধিনিষেধ আরোপের পথে হাঁটছে না কর্তৃপক্ষ। 

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, লকডাউনের পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছিল অস্ট্রেলিয়া। কিন্তু এই মৃত্যুটি অস্ট্রেলিয়াকে নতুন করে ভাবিয়ে তুলল। 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটি করোনার আগের ধরনের তুলনায় বেশি সংক্রামক হলেও কম মারাত্মক। এরই মধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। কিন্তু অস্ট্রেলিয়া সরকার এখনো বিদেশ থেকে কোয়ারেন্টিন ছাড়াই ফিরে আসার অনুমতি দিয়ে রেখেছে। যা মহামারিটির সর্বোচ্চ সংখ্যায় নিয়ে গেছে। 

নিউ সাউথ ওয়েলসের মহামারি বিশেষজ্ঞ ক্রিস্টিন সেলভি বলেছেন, এটিই অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যুর ঘটনা। 

উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ৮৩ জনের। করোনায় মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১৯৬ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৮৫৬ জন। 

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে