হোম > বিশ্ব > এশিয়া

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা হত্যাচেষ্টায় দণ্ডিত ৩ জনের মুক্তি

শ্রীলঙ্কার প্রথম নারী প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গাকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার ৩ তামিল বিদ্রোহী মুক্তি পেয়েছে। প্রেসিডেন্টের ক্ষমার আওতায় সোমবার তাদেরকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

১৯৯৯ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাজধানী কলম্বোয় এক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল চন্দ্রিকা কুমারাতুঙ্গাকে। ওই সময় প্রাণে বেঁচে গেলেও নিজের ডান চোখ হারান কুমারাতুঙ্গা। হামলায় সাংবাদিকসহ নিহত হন মোট ২৬ জন। ওই ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করে ৩০ বছরের কারাদণ্ড দেয় দণ্ডিত করে আদালত।

২২ বছর কারাভোগের পর কামারাতুঙ্গার সম্মতিতে তাদের মুক্তির দেওয়ার সিদ্ধান্ত হয় বলে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে জানান। 

তিনি বলেন, ‘কুমারাতুঙ্গার অনুমতিসাপেক্ষেই তাঁর হত্যা চেষ্টাকারীদের খালাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

১৯৯৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কুমারাতুঙ্গার প্রতিদ্বন্দ্বী ছিলেন রনিল। হামলায় আহত অবস্থায়ই নির্বাচনে জয়ী হন কুমারাতুঙ্গা।

সন্ত্রাসবাদ প্রতিরোধ আইনে দণ্ডিত আরও পাঁচ সাবেক তামিল টাইগার সদস্যকে শিগগিরই মুক্তি দেওয়া হবে বলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়।

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২