হোম > বিশ্ব > এশিয়া

গাজায় নিরস্ত্র ২ ফিলিস্তিনিকে গুলি করে বালিচাপা দিল ইসরায়েলি সেনারা

গাজার সমুদ্র উপকূলে পুরোপুরি নিরস্ত্র ছিল দুই ফিলিস্তিনি। তাঁদের মধ্যে একজন ইসরায়েলি সেনাদের উদ্দেশে হাতে থাকা সাদা কাপড় উড়িয়েছেন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। ইসরায়েলি সেনারা সেই দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এবং তারপর বুলডোজার দিয়ে বালিচাপা দিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কাছে এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ আছে। ভিডিও থেকে দেখা গেছে, গাজার একটি এলাকায় বিচ্ছিন্নভাবে হেঁটে যাচ্ছেন দুই ব্যক্তি। তাঁদের মধ্যে একজনের হাতে ছোট্ট এক টুকরো সাদা কাপড় ছিল। তিনি বারবার সেই সাদা কাপড় উড়িয়ে বার্তা দিতে চাইলেন, তাঁরা ইসরায়েলি সেনাদের জন্য কোনো হুমকি না। 

ভিডিও থেকে আরও দেখা গেছে, তবে সাদা কাপড় উড়িয়েও লাভ হয়নি। তাঁদের দুজনকেই গুলি করে হত্যা করা হয়েছে। পরে একটি বুলডোজারের সাহায্যে কাছাকাছি, কিন্তু পৃথক দুটি স্থানে ওই দুই ব্যক্তিকে বালিচাপা দেওয়া হয়। 
 
ফিলিস্তিনে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অধ্যাপক রিচার্ড ফাল্ক বলেছেন, ‘এই ঘটনা ইসরায়েলি সেনারা দৈনন্দিন ভিত্তিতে গাজায় যে নৃশংসতা চালাচ্ছে তার জ্বলন্ত প্রমাণ।’ তবে এই প্রথম নয়, এর আগেও হাজারো বার ইসরায়েলি সেনারা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে। 

এই তো কিছুদিন আগেই, উত্তর গাজার একটি ত্রাণ ক্যাম্পে ত্রাণের জন্য অপেক্ষায় থাকা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছিল ইসরায়েলি সেনারা। গত ২৯ ফেব্রুয়ারি গাজা শহরের পশ্চিম নাবুলসি গোলচত্বরে ত্রাণের ট্রাকের দিকে খাবারের জন্য মরিয়া হাজার হাজার মানুষ ছুটে গেলে ভিড়ের ওপর গুলি চালায় ইসরায়েলিরা। সেই গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় অন্তত ১১২ জন এবং আহত হয় আরও অন্তত ৭ শতাধিক ফিলিস্তিনি। 

একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে গত মার্চ। সেদিন গাজা শহরের উপকণ্ঠে কুয়েত গোলচত্বরে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর বিনা কারণে ছোড়া ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৯ জন নিহত হয়।

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩