হোম > বিশ্ব > এশিয়া

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আল জাজিরা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১টা ১২ মিনিটে ফিলিপাইনের বাতাঙ্গাস প্রদেশের লুজন দ্বীপে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। এ সময় দেশটির রাজধানী ম্যানিলার বাড়িঘর ভূমিকম্পে কেঁপে ওঠে। রাতের বেলায় ভূমিকম্পের কারণে মানুষ ঘুম থেকে আতঙ্কিত হয়ে জেগে ওঠেন। অনেকেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। 

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূখণ্ডের অন্তত ৭৪ কিলোমিটার (৪৬ মাইল) নিচে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির অক্সিডেন্টাল মিনদোরো প্রদেশে। 

ফিলিপাইনের ক্যাভিতে প্রদেশের তাগাইতাই শহরের বিপর্যয় মোকাবিলা কর্মকর্তা জোস ক্লাইড ইয়াইয়ং বলছেন, 'ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।’ 

অক্সিডেন্টাল মিনদোরো দ্বীপের বিপর্যয় মোকাবিলা কর্মকর্তা লিওনার্দো ত্রিস্তান বার্তা সংস্থা এএফপিকে বলেন, 'আমার স্ত্রী ভূমিকম্প হয়েছে বলে ভয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করছিল।' 

প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ এলাকায় অবস্থান হওয়ায় প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন।

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা