হোম > বিশ্ব > এশিয়া

করোনায় আক্রান্ত হওয়ায় পিছিয়ে গেল ফাঁসি 

করোনায় আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুরে এক কয়েদির ফাঁসি সাময়িকভাবে স্থগিত করেছেন স্থানীয় আদালত। করোনা শনাক্ত হওয়ায় ওই রোগীর মানসিক সমস্যা দেখা দিয়েছে। এ কারণে আজ মঙ্গলবার ওই কয়েদির ফাঁসি সাময়িকভাবে স্থগিত করা হয়। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ান নাগরিক নাগেন্থরান কে ধর্মলিঙ্গমকে ২০০৯ সালে মাদক চোরাচালানের দায়ে গ্রেপ্তার করে সিঙ্গাপুর পুলিশ। তাঁর কাছ থেকে ওই সময় অল্প পরিমাণে হেরোইন পাওয়া যায়। সিঙ্গাপুরে মাদক আইন খুবই কঠোর। মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে চলতি বছর নাগেন্থরানের বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করা হয়। 

আগামী বুধবার নাগেন্থরানের ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। এর আগে বেশ কয়েকবার সাজার বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। তবে তাতে বারবারই হেরেছেন নাগেন্থরান। 

নাগেন্থরানের আইনজীবী সর্বশেষ আবেদন করেন করোনার কারণে তাঁর সাজা আটকে রাখার জন্য।  তার শুনানি ছিল আজ মঙ্গলবার। শুনানিতে বিচারক অ্যান্ড্রু ফ্যাং বুন লিওং বলেন, নাগেন্থরান করোনায় সংক্রমিত হয়েছেন। এতে তাঁর মৃত্যুদণ্ড স্থগিত করা হলো।

তিনি বলেন, যুক্তি, সাধারণ জ্ঞান এবং মানবতার ভিত্তিতে তাঁর ফাঁসি পিছিয়ে দেওয়া হয়েছে।

নাগেন্থরানের আইনজীবী এম রবি বলেন, করোনার কারণে মৃত্যুদণ্ড পিছিয়ে যাওয়ায় তিনি খুশি।

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে