হোম > বিশ্ব > এশিয়া

করোনায় আক্রান্ত হওয়ায় পিছিয়ে গেল ফাঁসি 

করোনায় আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুরে এক কয়েদির ফাঁসি সাময়িকভাবে স্থগিত করেছেন স্থানীয় আদালত। করোনা শনাক্ত হওয়ায় ওই রোগীর মানসিক সমস্যা দেখা দিয়েছে। এ কারণে আজ মঙ্গলবার ওই কয়েদির ফাঁসি সাময়িকভাবে স্থগিত করা হয়। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ান নাগরিক নাগেন্থরান কে ধর্মলিঙ্গমকে ২০০৯ সালে মাদক চোরাচালানের দায়ে গ্রেপ্তার করে সিঙ্গাপুর পুলিশ। তাঁর কাছ থেকে ওই সময় অল্প পরিমাণে হেরোইন পাওয়া যায়। সিঙ্গাপুরে মাদক আইন খুবই কঠোর। মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে চলতি বছর নাগেন্থরানের বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করা হয়। 

আগামী বুধবার নাগেন্থরানের ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। এর আগে বেশ কয়েকবার সাজার বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। তবে তাতে বারবারই হেরেছেন নাগেন্থরান। 

নাগেন্থরানের আইনজীবী সর্বশেষ আবেদন করেন করোনার কারণে তাঁর সাজা আটকে রাখার জন্য।  তার শুনানি ছিল আজ মঙ্গলবার। শুনানিতে বিচারক অ্যান্ড্রু ফ্যাং বুন লিওং বলেন, নাগেন্থরান করোনায় সংক্রমিত হয়েছেন। এতে তাঁর মৃত্যুদণ্ড স্থগিত করা হলো।

তিনি বলেন, যুক্তি, সাধারণ জ্ঞান এবং মানবতার ভিত্তিতে তাঁর ফাঁসি পিছিয়ে দেওয়া হয়েছে।

নাগেন্থরানের আইনজীবী এম রবি বলেন, করোনার কারণে মৃত্যুদণ্ড পিছিয়ে যাওয়ায় তিনি খুশি।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!