হোম > বিশ্ব > এশিয়া

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ

তাইওয়ান ঘিরে সামরিক মহড়া চলাকালে চীনের ছোড়া পাঁচটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়েছে বলে মনে করছেন জাপানি কর্মকর্তারা। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

বেইজিংয়ের কড়া সতর্কবার্তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি গত বৃহস্পতিবার তাইওয়ান সফর করেছেন। এরপর থেকে তাইওয়ানের চারপাশ ঘিরে সর্বকালের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে চীন।

জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেশটির উপকূলরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। এর আঞ্চলিক জলসীমার বাইরে এবং জাপানের দক্ষিণতম দ্বীপ অঞ্চল ওকিনাওয়ার কিছু অংশ তাইওয়ানের কাছাকাছি।

বৃহস্পতিবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি সাংবাদিকদের বলেছেন, ‘চীনের ছোড়া ৯টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে পাঁচটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়েছে বলে মনে করা হচ্ছে।’

এ ব্যাপারে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন নোবুও কিশি। তিনি বলেছেন, ‘একটি গুরুতর সমস্যা, যা আমাদের জাতীয় নিরাপত্তা ও আমাদের নাগরিকদের নিরাপত্তাকে প্রভাবিত করে।’

নোবুও কিশি বলেছেন, ‘যে পাঁচটি ক্ষেপণাস্ত্র বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে, সেগুলো ওকিনাওয়ার হেটেরুমা দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বিস্ফোরিত হয়েছে বলে মনে হচ্ছে।’

জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এই প্রথমবারের মতো পড়েছে বলেও জানিয়েছেন তিনি।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশিও তাইওয়ানের আশপাশে বেইজিংয়ের সামরিক মহড়াকে অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। নমপেনে তিনি সাংবাদিকদের বলেন, ‘চীনের গত কয়েক দিনের পদক্ষেপগুলো এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলছে।’ 

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২