হোম > বিশ্ব > এশিয়া

সিউলে ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, আটজনের প্রাণহানি

প্রবল বৃষ্টিতে প্লাবিত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও এর আশপাশের এলাকা। ৮০ বছরের মধ্যে ওই অঞ্চলে এমন বৃষ্টিপাত আর দেখা যায়নি। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় সেখানে প্রাণ হারিয়েছেন ৮ জন। এ ছাড়া নিখোঁজ অন্তত ৬ জন। 

মঙ্গলবার (৯ আগস্ট) দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, গতরাতে সিউলের কিছু অংশ, পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর ইনচিওন এবং জিওংগি প্রদেশে ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। আর সিউলের ডংজাক জেলায় একপর্যায়ে ঘণ্টায় ১৪১ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ১৯৪২ সালের পর সর্বোচ্চ। 

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সিউলে পাঁচজন মারা গেছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন। জিওংগি প্রদেশে মারা গেছেন দুজন এবং নিখোঁজ আরও দুজন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১২ জন। 

রাজধানী সিউলে গৃহহীন হয়ে পড়েছে দেড় শতাধিক পরিবার। স্কুলসহ অন্যান্য সরকারি স্থাপনাগুলোতে আশ্রয় নিয়েছে তারা। 

প্রবল বৃষ্টিতে সিউল, ইনচিওনসহ বিভিন্ন এলাকার রেললাইন বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। ফলে রেলওয়ে ও সাবওয়ের বেশ কয়েকটি শিডিউল স্থগিত করা হয়েছে। 

উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের কাজের সময় সমন্বয়ের আহ্বান জানিয়েছেন তিনি। 

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত