উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির দাবি, আজ রোববার উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিউলের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ আজ রোববার সকালে বলেছেন, উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
জাপানের কোস্টগার্ড বলছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সম্ভবত উত্তর কোরিয়া ছুড়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার তিন দিনব্যাপী যৌথ সামরিক মহড়ার পরপরই এই পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। ওই মহড়ায় যুক্তরাষ্ট্রের ১ লাখ টন ওজনের বিমানবাহী রণতরী রোনাল্ড রিগ্যান যোগ দিয়েছিল।
পিয়ংইয়ং দুই দেশের এই মহড়াকে তার জন্য হুমকি হিসেবে নিয়েছিল। উত্তর কোরিয়া এই মহড়াকে তার দেশে হামলার প্রস্তুতি হিসেবে অভিহিত করেছিল।