সিঙ্গাপুর ‘১ মালয়েশিয়ার ডেভেলপমেন্ট বেরহাদ বা ১ এমডিবির’ কেলেঙ্কারির ১ কোটি ৬৩ লাখ ডলার অর্থ ফেরত দিয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়া। দেশটির দুর্নীতি দমন কমিশন শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতে বলা হয়, এ পর্যন্ত তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৪৯০ কোটি ডলার বেহাত হয়ে যাওয়া অর্থ উদ্ধার করেছে। সুইজারল্যান্ড, কুয়েত, মরিশাস, সাইপ্রাস এবং হংকং থেকে আরও অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।
১ এমডিবি মালয়েশিয়া সরকারের একটি কৌশলগত বিনিয়োগ তহবিল। ২০০৯-২০১৪ সালে এখান থেকে প্রচুর অর্থ বিদেশের বিভিন্ন ব্যাংকে পাচার হয়ে যায়। এটি বিশ্বের শীর্ষ অর্থ কেলেঙ্কারিগুলোর একটি। এসব কেলেঙ্কারির সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জড়িত, যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন।