হোম > বিশ্ব > এশিয়া

১৫ বছর পর দেশে ফিরছেন সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে অবশেষে দেশে ফিরছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। তিনি আগামী ১০ আগস্ট ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করবেন বলে ঘোষণা দিয়েছেন তাঁর কন্যা পেতংতার্ন সিনাওয়াত্রা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আজ বুধবার তিনি এ ঘোষণা দেন বলে ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পেতংতার্ন সিনাওয়াত্রা বলেন, ‘আমি এবং আমার পরিবারের সবাই ভীষণ খুশি, আমরা অভিভূত। তবে এর সঙ্গে কিছুটা উদ্বিগ্নও। কিন্তু আমরা বাবার সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।’

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন থাকসিন সিনাওয়াত্রা। সেনা অভ্যুত্থানে তিনি ক্ষমতা হারান। ২০০৮ সালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলায় রায় ঘোষণা হলে তিনি দেশ ছেড়ে চলে যান।

এমন এক সময়ে থাকসিন সিনাওয়াত্রার দেশে ফেরার বিষয়টি সামনে এল, যখন থাইল্যান্ডে সরকার গঠন নিয়ে অচলাবস্থা বিরাজ করছে। গত মে মাসে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এখনো সরকার গঠন করা সম্ভব হয়নি। সিনেটরদের সমর্থন না থাকায় সরকার গঠন করতে পারেনি মুভ ফরওয়ার্ড পার্টি। পেতংতার্ন সিনাওয়াত্রার দল ফেউ থাই পার্টি এখন সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে