হোম > বিশ্ব > এশিয়া

টিকা না নিলে যেতে হবে কারাগারে

ঢাকা: করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থানে ফিলিপাইন সরকার। করোনার টিকা না নিলে নাগরিকদের কারাগারে পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। করোনার ডেল্টা ধরনে আক্রান্তদের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে এরই মধ্যে সীমান্ত বন্ধ করে দিয়েছে দেশটি। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

সোমবার রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে রদ্রিগো দুতার্তে বলেন, ‘আপনি নিজেই বেছে নিন। আপনি কী টিকা নেবেন নাকি আমি আপনাকে (টিকা নিতে না চাওয়া ব্যক্তি) কারাগারে পাঠাব।’ 

যারা টিকা নিচ্ছেন না তাঁদের নির্বোধ বলেও অভিহিত করেছেন তিনি। এছাড়া টিকা নিতে না চাইলে দেশত্যাগ করে ভারত অথবা যুক্তরাষ্ট্রে চলে যেতেও বলেছেন। 

এর আগে করোনা মহামারির মধ্যে যারা লকডাউনের বিধি-নিষেধ অমান্য করছেন তাঁদের গুলি করে মারার ঘোষণা দিয়েছিলেন দুতার্তে। 

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাস থেকে ফিলিপাইনে টিকা কার্যক্রম শুরু হয়। কিন্তু দেশটির টিকা কেন্দ্রগুলোতে লোকজনের উপস্থিতি খুবই কম। 

উল্লেখ্য, ফিলিপাইনের মোট জনসংখ্যা প্রায় ১১ কোটি। সোমবার পর্যন্ত ভ্যাকসিন ট্র্যাকার জানিয়েছে, মাত্র ১ দশমিক ৯৫ শতাংশ মানুষ এখন পর্যন্ত টিকা নিয়েছেন। 

তবে সরকারি তথ্য অনুযায়ী, ৮৪ লাখ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন কমপক্ষে ৬২ লাখ মানুষ। ভ্যাকসিনের দু’টি ডোজই গ্রহণ করেছেন ২১ লাখ ৫ হাজার মানুষ। 

সোমবার ফিলিপাইনের সরকার জানিয়েছে, এ পর্যন্ত ফিলিপাইনের ১৩ লাখ মানুষ করোনা শনাক্ত হয়েছেন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৬ হাজার। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৩ হাজার ৭০০ জন। 

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২