তালেবানের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে ‘সম্পৃক্ত’ হতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অন্যথায় যুদ্ধবিধ্বস্ত দেশটি ফের অস্থিতিশীলতার দিকে ফিরে যেতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অতীতের ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিদেশি গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। খবর আল-জাজিরার।
মঈদ ইউসুফ বলেন, 'আমাদের কাছে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা খোঁজাই বাধ্যতামূলক। এই দিকেই আমরা মনোনিবেশ করছি।'
এমন এক সময়ে মঈদ ইউসুফ এ মন্তব্য করলেন, যখন বিশ্বনেতারা তালেবান প্রশ্নে দ্বিধান্বিত অবস্থায় আছে। তালেবানকে স্বীকৃতি দেওয়া-না দেওয়া নিয়ে তাঁদের মধ্যে চলছে বিতর্ক। আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব প্রতিবেশী পাকিস্তান। দেশটি বারবারই বিশ্বকে তালেবানের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে ‘সম্পৃক্ত’ হতে আহ্বান জানিয়ে আসছে। আফগানিস্তানের অর্থনৈতিক পতন ঠেকাতে দ্রুত সেখানে মানবিক ও অন্যান্য সহায়তা প্রদানের আহ্বানও জানিয়েছে দেশটি।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট আশরাফ গনির সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নেয় তালেবান। গত ৩০ আগস্ট মধ্যরাতে মার্কিন বাহিনী আফগানিস্তানের মাটি ছেড়ে গেলে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণও তালেবানের হাতে আসে। গত ৭ সেপ্টেম্বর তালেবান নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করে।