হোম > বিশ্ব > এশিয়া

ফের বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, প্রেসিডেন্টের বাসভবনে তাণ্ডব 

আবারও বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। দেশটিতে হাজার হাজার বিক্ষোভকারী ঢুকে পড়েছে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে। বিভিন্ন সূত্র বলছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এরই মধ্যে বাসভবন ছেড়ে গেছেন। তবে কোনো সরকারি সূত্র বিষয়টি নিশ্চিত করেনি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। সারা দেশ থেকে বিক্ষোভকারীরা এসে জড়ো হয় শহরটিতে। সরকারবিরোধী র‍্যালি ও বিক্ষোভ প্রদর্শনের একপর্যায়ে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়েন তাঁরা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু বিশ্বস্ত সূত্রের বরাতে বলা হয়েছে, সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়ার আগেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে সরিয়ে নেওয়া হয়। তিনি এখন নিরাপদে আছেন বলেও জানিয়েছে একটি সূত্র। বর্তমানে বিক্ষোভকারীদের হটাতে কাজ করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

স্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল সিরাসা টিভির এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কড়া নিরাপত্তাবেষ্টনীতে থাকা প্রেসিডেন্ট প্যালেসের চারপাশে চলছে বিক্ষোভকারীদের তুমুল হট্টগোল। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।    

 কিছুদিন ধরেই ধীরে ধীরে ফের উত্তপ্ত হচ্ছিল শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি। প্রথমে কারফিউ জারি করলেও পরে গতকাল শুক্রবার তা প্রত্যাহার করে নেয় শ্রীলঙ্কার পুলিশ বিভাগ। এর পর থেকেই পুরো দেশে অস্থিরতা ছড়িয়ে পড়তে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারী কলম্বোর উদ্দেশে রওনা দেন। এমনকি কলম্বো যাওয়ার জন্য জোর করে ট্রেন চালু করার ঘটনাও ঘটিয়েছেন বিক্ষোভকারীরা।  

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর সবচেয়ে নাজুক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। নিকট ইতিহাসে ইউরোপের দেশ গ্রিস এমন সংকটের মুখোমুখি হয়েছিল। দেশটি প্রায় দেউলিয়া হতে হতে বেঁচে গেছে। এখনো গ্রিস আগের জৌলুশ ফিরে পায়নি। এখন শ্রীলঙ্কাও সেই পথেই হাঁটছে কি না, এমন শঙ্কা জাগছে বিশ্লেষকদের মনে। 

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট এতটাই তীব্র যে, দেশটির নিত্যপ্রয়োজনীয় খাদ্য, জ্বালানি তেল এমনকি ওষুধ কেনার প্রয়োজনীয় অর্থ নেই। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সম্প্রতি জানিয়েছেন, তাঁদের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে। বিশ্লেষকেরা বলছেন, দেশটির নেতৃত্ব পর্যায়ে ব্যাপক ভুল ব্যবস্থাপনা এবং দেশটির জনগণের কিঞ্চিৎ দুর্ভাগ্য মিলিয়েই এই বিপর্যয়।

 

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা