হোম > বিশ্ব > এশিয়া

আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৬ ফেব্রুয়ারি

দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হতে যাচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি। এবারের আয়োজক দেশ কম্বোডিয়া। এই সম্মেলনে আসিয়ানের সদস্যদেশ মিয়ানমারে মানবিক সহায়তা এবং জোটের সভাপতি পরিবর্তনের বিষয়টি আলোচনা করা হবে। কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করছেন। 

কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং আসিয়ানের বিশেষ দূত পার্ক সুখন মিয়ানমার পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ওই বিবৃতিতে। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘আসন্ন সম্মেলনে তাঁর (কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী) মূল লক্ষ্য হল মিয়ানমারের বিষয়ে ৫ দফা ঐকমত্য নিয়ে আলোচনা করা।’ 
এর আগে, গত বছর অং সান সু কি’র নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে দেশটির সামরিক জান্তা। এরপর থেকেই আসিয়ানের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে মিয়ানমারের। এই বৈঠকে মিয়ানমারের সঙ্গে আসিয়ানের সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা করা হবে। 

উল্লেখ্য, আসিয়ান জোট এখন পর্যন্ত সংস্থাটির কোনো বড় বৈঠকে মিয়ানমারের সামরিক জান্তার কোনো সদস্যকে অংশগ্রহণের অনুমতি দেয়নি। তবে আসন্ন বৈঠকে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া এবং মিয়ানমারে বন্দী বিভিন্ন দেশের বিনিময় বিষয়ে আলোচনা করা হবে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!