হোম > বিশ্ব > এশিয়া

আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৬ ফেব্রুয়ারি

দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হতে যাচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি। এবারের আয়োজক দেশ কম্বোডিয়া। এই সম্মেলনে আসিয়ানের সদস্যদেশ মিয়ানমারে মানবিক সহায়তা এবং জোটের সভাপতি পরিবর্তনের বিষয়টি আলোচনা করা হবে। কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করছেন। 

কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং আসিয়ানের বিশেষ দূত পার্ক সুখন মিয়ানমার পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ওই বিবৃতিতে। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘আসন্ন সম্মেলনে তাঁর (কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী) মূল লক্ষ্য হল মিয়ানমারের বিষয়ে ৫ দফা ঐকমত্য নিয়ে আলোচনা করা।’ 
এর আগে, গত বছর অং সান সু কি’র নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে দেশটির সামরিক জান্তা। এরপর থেকেই আসিয়ানের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে মিয়ানমারের। এই বৈঠকে মিয়ানমারের সঙ্গে আসিয়ানের সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা করা হবে। 

উল্লেখ্য, আসিয়ান জোট এখন পর্যন্ত সংস্থাটির কোনো বড় বৈঠকে মিয়ানমারের সামরিক জান্তার কোনো সদস্যকে অংশগ্রহণের অনুমতি দেয়নি। তবে আসন্ন বৈঠকে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া এবং মিয়ানমারে বন্দী বিভিন্ন দেশের বিনিময় বিষয়ে আলোচনা করা হবে।

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি