হোম > বিশ্ব > এশিয়া

রাশিয়া ও ইউক্রেনকে শান্তি আলোচনায় বসার আহ্বান চীনের

রাশিয়া ও ইউক্রেনকে যত তাড়াতাড়ি সম্ভব শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেছে দেশটি। 

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলেছে, আজ শুক্রবার ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে সংকটের রাজনৈতিক নিষ্পত্তি বিষয়ক ১২ দফা পত্রে চীন এই এসব মন্তব্য করেছে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই ১২ দফা পত্রে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি সংলাপ হওয়ার ব্যাপারে সকল পক্ষকে এখনই কাজ করা উচিত। 

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। এ ব্যাপারে চীন বলেছে, তারা সকল রকম পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিপক্ষে। কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র ব্যবহার করা উচিত নয় এবং পরমাণু যুদ্ধ করা উচিত নয়। অবশ্যই পরমাণু অস্ত্রের হুমকির বিরোধিতা করা উচিত। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টিতে গুরুত্ব দিতে বলেছে। চীন বলেছে, যুদ্ধের পক্ষগুলোকে কঠোরভাবে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা উচিত। কোনোভাবেই বেসামরিক ব্যক্তি বা বেসামরিক স্থাপনার ওপর হামলা করা উচিত নয়। 

চীন তার কৌশলগত মিত্র রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে যুদ্ধে নিজেকে একটি নিরপেক্ষ পক্ষ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত বুধবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

ওয়াংয়ের সফরের পর মস্কো বলেছে, বেইজিং ইউক্রেন যুদ্ধের ‘রাজনৈতিক নিষ্পত্তি’ করার পদ্ধতির বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেছে। 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বৃহস্পতিবার বলেছেন, চীনা শান্তি পরিকল্পনার ব্যাপারে তিনি কিছু জানেন না। পরিকল্পনাটি মূল্যায়ন করার আগে তিনি চীনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চান বলেও জানিয়েছেন। 

জেলেনস্কি বলেছেন, আমি মনে করি, এটি খুবই ভালো একটি ব্যাপার যে চীন শেষ পর্যন্ত ইউক্রেন সম্পর্কে কথা বলতে শুরু করেছে এবং কিছু সংকেত পাঠিয়েছে। তারা কী প্রস্তাব দেয় তা জানার পর আমরা সিদ্ধান্ত নেব। আমরা চীনের সঙ্গে বৈঠক করতে চাই। 

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার