হোম > বিশ্ব > এশিয়া

ফ্রিজে আশ্রয় নিয়ে ভূমিধস থেকে বেঁচে গেল কিশোর

ফিলিপাইনে ১১ বছর বয়সী এক কিশোর ঝড়ের সময় একটি ফ্রিজে আশ্রয় নিয়ে ভূমিধস থেকে বেঁচে গেছে। ওই কিশোরের নাম সিজে জেসমে। ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়লে জেসমে বাড়িতে থাকা ফ্রিজে আশ্রয় নেয়। এরপর সে ঝড় থেকে নিজেকে রক্ষার জন্য প্রায় ২০ ঘণ্টা ওই ফ্রিজের ভেতরেই ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

গত শুক্রবার ফিলিপাইনের বেবে সিটিতে একটি ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়ার সময় জেসমে তার পরিবারের সঙ্গে বাড়িতে ছিল। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির কারণে লেইতে প্রদেশে উদ্ধার অভিযান চালানোর সময় উদ্ধারকারীরা একটি নদীর তীরে ২০ ঘণ্টা পর ভাঙা একটি ফ্রিজের ভেতর জেসমেকে পড়ে থাকতে দেখে। এরপর তাঁরা জেসমেকে উদ্ধার করে। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা জোনাস ইটিস জানান, উদ্ধারকারী দল জ্যাসমেকে সরিয়ে নেয়। তারা ভাঙা ফ্রিজটি কাদা থেকে কফিনের মতো ওঠায়। এরপর জেসমেকে স্ট্রেচারে করে সেখান থেকে সরিয়ে নেয়। 

উদ্ধারকারী দল বলেছে, জেসমে তাদের প্রথম যে শব্দটি বলেছিল, তা হলো ‘আমি ক্ষুধার্ত’। 

উদ্ধারকারীরা জানিয়েছে, ২০ ঘণ্টা পরও জেসমের জ্ঞান ছিল। তবে তার একটি পা ভেঙে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তার ভাঙা পায়ের জন্য অপারেশন করা হয়। 

পুলিশ জানিয়েছে, বর্তমানে ছেলেটির অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ভূমিধসে এখনো তার মা ও ছোট ভাই নিখোঁজ রয়েছে। এর আগের দিনের আরেকটি ভূমিধসে তার বাবা মারা যায়। এতে তাদের বাড়িও ধ্বংস করেছিল। তবে ওই সময় তার আরেক ভাই বেঁচে যায়। 

এরই মধ্যে এই ঝড়ে বেবে এলাকায় প্রায় ২০০ গ্রামবাসী আহত হয়েছে। এ ছাড়া মৃত্যু হয়েছে ১৭২ জনের। স্থানীয় প্রশাসন বলছে, ঝড়ের কারণে লাখ লাখ মানুষ ওই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। উদ্ধারকারী দলকে এখনো নিখোঁজদের খুঁজে পেতে কাদা, মাটির স্তূপ ও ধ্বংসাবশেষের সঙ্গে লড়াই করতে হচ্ছে। 

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের