হোম > বিশ্ব > এশিয়া

ফিলিপাইনে সেনাবাহিনীর বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৪৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৯০ জনের বেশি আরোহী নিয়ে সি-১৩০ মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের জোলো দ্বীপে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে কয়েক ডজন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই দেশটির সামরিক বাহিনীর সদস্য। এছাড়া বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখানকার বেসামরিক মানুষও নিহতের তালিকায় রয়েছেন। 

ফিলিপাইনের সেনাপ্রধান জেনারেল সিরিলিটো সোবেজানা বলেন, ‘সি-১৩০ মডেলের উড়োজাহাজটি সুলু প্রদেশের জোলো দ্বীপে বিধ্বস্ত হয়। আমরা প্রার্থনা করছি, যাতে আরও জীবন বাঁচাতে পারি।’ 

জেনারেল সিরিলিটো সোবেজানা আরও বলেন, ‘রানওয়েতে নামতে গিয়ে ব্যর্থ হয় উড়োজাহাজটি। ইঞ্জিন নতুন করে সচলের চেষ্টা করেও লাভ হয়নি। এরপরই মাটিতে আছড়ে পড়ে সেটি।’ 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর গত ৩০ বছরের ইতিহাসে এটি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। 

উল্লেখ্য, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জোলো দ্বীপে স্থানীয় জঙ্গিগোষ্ঠী আবু সায়াফের তৎপরতা বেশি। তাঁদের দমাতে এই অঞ্চলে বিপুল সেনা মোতায়েন করে রেখেছে দেশটির সরকার। 

তবে উড়োজাহাজটি হামলার শিকার হয়েছে এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। উদ্ধারকাজ শেষে এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। 

বিধ্বস্ত সি-১৩০ মডেলের উড়োজাহাজটি ১৯৮৮ সালে মার্কিন বিমানবাহিনীর বহরে যুক্ত হয়। প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ফিলিপাইনকে যে দুটি ব্যবহৃত হারকিউলেস ফিলিপাইনকে দিয়েছিল তার মধ্যে এটি একটি।    

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২