হোম > বিশ্ব > এশিয়া

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে শ্রীলঙ্কার নাগরিককে মেরে পুড়িয়ে দিল জনতা

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের সিয়ালকোটে শ্রীলঙ্কার এক নাগরিককে গণপিটুনি দিয়ে হত্যা করে মরদেহ পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পাকিস্তানি পত্রিকা ডনের অনলাইন সংস্করণে জানানো হয়েছে, প্রিয়ানথা কুমারা নামে ওই শ্রীলঙ্কার নাগরিক ওয়াজিরাবাদ সড়কের একটি কারখানার ম্যানেজার ছিলেন। গতকাল শুক্রবার তাঁকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে অংশ নেয় কারখানার শ্রমিক এবং সাধারণ জনতা। 

এ ঘটনায় এরই মধ্যে ১১৮ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে প্রধান অভিযুক্তদের ১৩ জনও আছেন। সরকার ও মানবাধিকার সংস্থাগুলো থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। 

আজ শনিবার হত্যাকাণ্ডের সময়কার একটি ভিডিও হাতে পাওয়ার কথা জানিয়েছে ডন। সেই ফুটেজে দেখা যাচ্ছে, ওয়াজিরাবাদ সড়ক অবরোধ করে বিক্ষোভ চলতে থাকে। ক্রমেই সেই বিক্ষোভে যোগ দেয় কারখানার শ্রমিক এবং সাধারণ মানুষ। ওই ব্যক্তি দৌড়ে কারখানার ছাদে গিয়ে আশ্রয় নেন। 

গণপিটুনি শুরুর আগের ফুটেজে দেখা যাচ্ছে, কারখানার ছাদে ওই ব্যক্তিকে রক্ষার চেষ্টা করছেন তাঁর এক সহকর্মী। তিনি তখন সহকর্মীর পা জাপটে ধরে ছিলেন। একপর্যায়ে কারখানার শ্রমিকেরা তাঁকে ছিনিয়ে নিয়ে টেনেহিঁচড়ে নিচে নামায়। ওই সময় জনতাকে স্লোগান দিতে শোনা যায়, ‘আজ সে আর পালাতে পারবে না’। 

রাস্তায় নামিয়ে আনার পরই শুরু হয় এলোপাতাড়ি মারপিট। পাথর, কিল, ঘুষি, লাথি ও লোহার রড দিয়ে পেটাতে থাকে জনতা। ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

জানা গেছে, প্রিয়ানথা কুমারা একজন খ্রিষ্টান। ১০ বছর ধরে পাকিস্তানে রাজকো ইন্ডাস্ট্রিজে তিনি চাকরি করছেন। 

এ ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন।

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী