হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে হত্যায় অভিযুক্ত আরেকজন

মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে হত্যার ঘটনায় আরেকজন অভিযুক্ত হয়েছেন। মুকুল হোসেন (৩৪) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর অভিযোগ গঠন হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইল এক প্রতিবেদনে জানিয়েছে।

এতে বলা হয়, মালয়েশিয়ার কুয়াকের একটি আদালতে দণ্ডবিধির ধারা ৩০২ এর অধীনে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মুকুল হোসেনের উপস্থিতিতে অভিযোগপত্র পড়া হলেও তিনি বুঝতে পারেননি। কিন্তু হত্যা মামলার বিচারের এখতিয়ার হাইকোর্টের হওয়ায় তার স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি। 

মালয়েশিয়ার কুয়াকের একটি বিচারিক আদালত গত ৮ সেপ্টেম্বর রাতে প্রবাসী বাংলাদেশি হোসেন মো. মনোয়ারকে হত্যার মামলায় এ অভিযোগ গঠন করে।

লেংগংয়ের আদালতের বিচারক মোহাম্মদ শাজমির জামহারি আসামির জন্য দোভাষী নিয়োগে আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি প্রসিকিউটর সুফি আইমান আজমি উপস্থিত ছিলেন। তবে অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিল না।  

এর আগে গণমাধ্যমে এক বাংলাদেশির মরদেহ উদ্ধারের খবর প্রকাশিত হয়। গত ৮ সেপ্টেম্বর কামপুং পেংকালান ইকানের একটি কলার বাগান থেকে হোসেন মো. মনোয়ারের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। মাথায় ভারী কোনো কিছুর আঘাত থেকে তাঁর মৃত্যু হয়েছে বলে পরে ময়নাতদন্তে জানা যায়।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি