হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে হত্যায় অভিযুক্ত আরেকজন

মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে হত্যার ঘটনায় আরেকজন অভিযুক্ত হয়েছেন। মুকুল হোসেন (৩৪) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর অভিযোগ গঠন হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইল এক প্রতিবেদনে জানিয়েছে।

এতে বলা হয়, মালয়েশিয়ার কুয়াকের একটি আদালতে দণ্ডবিধির ধারা ৩০২ এর অধীনে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মুকুল হোসেনের উপস্থিতিতে অভিযোগপত্র পড়া হলেও তিনি বুঝতে পারেননি। কিন্তু হত্যা মামলার বিচারের এখতিয়ার হাইকোর্টের হওয়ায় তার স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি। 

মালয়েশিয়ার কুয়াকের একটি বিচারিক আদালত গত ৮ সেপ্টেম্বর রাতে প্রবাসী বাংলাদেশি হোসেন মো. মনোয়ারকে হত্যার মামলায় এ অভিযোগ গঠন করে।

লেংগংয়ের আদালতের বিচারক মোহাম্মদ শাজমির জামহারি আসামির জন্য দোভাষী নিয়োগে আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি প্রসিকিউটর সুফি আইমান আজমি উপস্থিত ছিলেন। তবে অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিল না।  

এর আগে গণমাধ্যমে এক বাংলাদেশির মরদেহ উদ্ধারের খবর প্রকাশিত হয়। গত ৮ সেপ্টেম্বর কামপুং পেংকালান ইকানের একটি কলার বাগান থেকে হোসেন মো. মনোয়ারের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। মাথায় ভারী কোনো কিছুর আঘাত থেকে তাঁর মৃত্যু হয়েছে বলে পরে ময়নাতদন্তে জানা যায়।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত