হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে হত্যায় অভিযুক্ত আরেকজন

মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে হত্যার ঘটনায় আরেকজন অভিযুক্ত হয়েছেন। মুকুল হোসেন (৩৪) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর অভিযোগ গঠন হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইল এক প্রতিবেদনে জানিয়েছে।

এতে বলা হয়, মালয়েশিয়ার কুয়াকের একটি আদালতে দণ্ডবিধির ধারা ৩০২ এর অধীনে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মুকুল হোসেনের উপস্থিতিতে অভিযোগপত্র পড়া হলেও তিনি বুঝতে পারেননি। কিন্তু হত্যা মামলার বিচারের এখতিয়ার হাইকোর্টের হওয়ায় তার স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি। 

মালয়েশিয়ার কুয়াকের একটি বিচারিক আদালত গত ৮ সেপ্টেম্বর রাতে প্রবাসী বাংলাদেশি হোসেন মো. মনোয়ারকে হত্যার মামলায় এ অভিযোগ গঠন করে।

লেংগংয়ের আদালতের বিচারক মোহাম্মদ শাজমির জামহারি আসামির জন্য দোভাষী নিয়োগে আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি প্রসিকিউটর সুফি আইমান আজমি উপস্থিত ছিলেন। তবে অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিল না।  

এর আগে গণমাধ্যমে এক বাংলাদেশির মরদেহ উদ্ধারের খবর প্রকাশিত হয়। গত ৮ সেপ্টেম্বর কামপুং পেংকালান ইকানের একটি কলার বাগান থেকে হোসেন মো. মনোয়ারের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। মাথায় ভারী কোনো কিছুর আঘাত থেকে তাঁর মৃত্যু হয়েছে বলে পরে ময়নাতদন্তে জানা যায়।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে