হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে হত্যায় অভিযুক্ত আরেকজন

মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে হত্যার ঘটনায় আরেকজন অভিযুক্ত হয়েছেন। মুকুল হোসেন (৩৪) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর অভিযোগ গঠন হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইল এক প্রতিবেদনে জানিয়েছে।

এতে বলা হয়, মালয়েশিয়ার কুয়াকের একটি আদালতে দণ্ডবিধির ধারা ৩০২ এর অধীনে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মুকুল হোসেনের উপস্থিতিতে অভিযোগপত্র পড়া হলেও তিনি বুঝতে পারেননি। কিন্তু হত্যা মামলার বিচারের এখতিয়ার হাইকোর্টের হওয়ায় তার স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি। 

মালয়েশিয়ার কুয়াকের একটি বিচারিক আদালত গত ৮ সেপ্টেম্বর রাতে প্রবাসী বাংলাদেশি হোসেন মো. মনোয়ারকে হত্যার মামলায় এ অভিযোগ গঠন করে।

লেংগংয়ের আদালতের বিচারক মোহাম্মদ শাজমির জামহারি আসামির জন্য দোভাষী নিয়োগে আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি প্রসিকিউটর সুফি আইমান আজমি উপস্থিত ছিলেন। তবে অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিল না।  

এর আগে গণমাধ্যমে এক বাংলাদেশির মরদেহ উদ্ধারের খবর প্রকাশিত হয়। গত ৮ সেপ্টেম্বর কামপুং পেংকালান ইকানের একটি কলার বাগান থেকে হোসেন মো. মনোয়ারের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। মাথায় ভারী কোনো কিছুর আঘাত থেকে তাঁর মৃত্যু হয়েছে বলে পরে ময়নাতদন্তে জানা যায়।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২