হোম > বিশ্ব > এশিয়া

যুক্তরাষ্ট্রের অনুরোধে ২০০০ আফগানকে আশ্রয় দেবে উগান্ডা

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলের পর সেখানে অবস্থানরত মার্কিন নাগরিক ও আফগান সহযোগীদের নিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। একাধিক দেশকে সাময়িক সময়ের জন্য কিছু লোককে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশ এরই মধ্যে এ সংক্রান্ত মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে। 

তবে আজ মঙ্গলবার উগান্ডা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের অনুরোধে ২ হাজার আফগানকে সাময়িক আশ্রয় দিতে রাজি হয়েছেন। 

পূর্ব আফ্রিকার দেশটির অবশ্য বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বেশ সুনাম রয়েছে। এরই মধ্যে দেশটি প্রায় ১৪ লাখ শরণার্থী নিয়েছে। এর মধ্যে বেশিরভাগই দক্ষিণ সুদানের।

উগান্ডার ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি এবং শরণার্থী মন্ত্রী এসথার আনিয়াকুন দাভিনিয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার গতকাল সোমবার আমাদের প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনিকে এ সংক্রান্ত একটি অনুরোধ করেছে। তিনি তাতে রাজি হয়েছেন। আমরা উগান্ডায় ২ হাজার আফগানকে নেব। 

তিনি বলেন, তাঁরা (আফগানরা) এখানে সাময়িক সময়ের জন্য থাকবেন। যুক্তরাষ্ট্র সরকার তাঁদের অভিবাসনের ব্যবস্থা করার আগে পর্যন্ত তিন মাস আমরা তাঁদের আশ্রয় দেব। 

তবে এই আফগানরা কবে থেকে উগান্ডায় আসতে শুরু করবেন সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি দেশটির কর্মকর্তারা।

এদিকে আলবানিয়া এবং কসভোও যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানদের অস্থায়ী আশ্রয় দিতে রাজি হয়েছে।

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান