হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারে কুখ্যাত ইনসেইন কারাগারে বিস্ফোরণে নিহত ৮

মিয়ানমারের ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) সকালে দুটি পার্সেল বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। 

স্থানীয়দের বরাতে বিবিসি জানায়, নিহতদের মধ্যে কারাগারের তিনজন কর্মী আর পাঁচজন দর্শনার্থী রয়েছেন। তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। যেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখান অনেক সেনাসদস্য উপস্থিত রয়েছেন। 

ইনসেইন দেশটির সবচেয়ে বড় কারাগার। এখানে প্রায় ১০ হাজার কারাবন্দী রয়েছেন। যার মধ্যে অধিকাংশই রাজনৈতিক বন্দী। শতাব্দীর প্রাচীন ওই কারাগার বন্দীদের ওপর অমানবিক নির্যাতনের জন্য কুখ্যাত বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। 

এদিকে গত কয়েক দিনে মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় অন্তত ৪০ জন সেনাসদস্যের মৃত্যু হয়েছে। দেশটির একাধিক এলাকায় বিদ্রোহী পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ) এবং এথনিক আর্মড অর্গানাইজেশনসের (ইএও) সদস্যদের হামলায় জান্তা সেনারা প্রাণ হারায়। 

গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকে দেশটিতে জান্তা সরকারের শাসন চলছে। তবে সম্প্রতি দেশের বড় একটা অংশে পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামে পরিচিত প্রতিরোধযোদ্ধাদের কঠোর প্রতিরোধের সম্মুখীন জান্তা বাহিনী। 

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া