হোম > বিশ্ব > এশিয়া

জাপানের জাতীয় নিরাপত্তা তথ্য হ্যাক করেছিল চীন 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি একটি ভয়াবহ বিষয় জানতে পারে। সংস্থাটি দেখতে পায় যে, এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র জাপানের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্যভান্ডারে অনুপ্রবেশ করেছেন চীনা হ্যাকাররা। চীনের পিপলস লিবারেশন আর্মির সাইবার গোয়েন্দারা জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করেছিল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 
 
যুক্তরাষ্ট্রের তিনজন সাবেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চীনা হ্যাকাররা জাপানের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা, সক্ষমতা, সামরিক দুর্বলতার মূল্যায়ন ইত্যাদি তথ্যভান্ডারের গভীরে প্রবেশ করে ধারাবাহিকভাবে হাতিয়ে নিয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন জাপানি ও মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে এক সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘এটি খুবই খারাপ এবং মারাত্মকভাবে খারাপ।’ 

মার্কিন কর্মকর্তারা বলেছেন, টোকিও নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য পদক্ষেপ নিলেও তারা এখনো বেইজিংয়ের নজর থেকে নিজেদের পর্যাপ্তভাবে সুরক্ষিত করতে পারেনি বলেই মনে হয়। তাঁদের মন্তব্য, এর কারণে পেন্টাগন ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বড় ধরনের গোয়েন্দা তথ্য লেনদেন বাধাগ্রস্ত হতে পারে। 

 ২০২০ সালে চীনারা জাপানের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্যভান্ডারের এতটাই গভীরে অনুপ্রবেশ করেছিল যে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং দেশটির সাইবার কমান্ডের প্রধান জেনারেল পল নাকাসোন এবং হোয়াইট হাউসের তৎকালীন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাথিউ পটিঙ্গার টোকিওতে গিয়েছিলেন। সেখানে তাঁরা দুজন জাপানের প্রতিরক্ষামন্ত্রীকে বিষয়টি অবহিত করেছেন। পরে তিনি জাপানের প্রধানমন্ত্রীকেও সতর্ক করেছিলেন। 

জেনারেল পল নাকাসোন ও ম্যাথিউ পটিঙ্গার টোকিওকে জানিয়েছিলেন যে, আধুনিক জাপানের ইতিহাসে এটি সবচেয়ে বড় ধরনের হ্যাকিং। বিস্মিত জাপানিরা ইঙ্গিত দিয়েছিলেন যে, তাঁরা এটি খতিয়ে দেখবেন।

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে