লোকসান কমাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ মেনে শ্রীলঙ্কান এয়ারলাইনস বিক্রি করে দিচ্ছে সরকার। শ্রীলঙ্কার জাতীয় পতাকাবাহী এয়ারলাইনসটি কিনতে ছয়টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে মালয়েশিয়ার এয়ারলাইনস এয়ারএশিয়াও আছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শ্রীলঙ্কান এয়ারলাইনস লিমিটেডের শেয়ার অধিগ্রহণের জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের পক্ষ থেকে কোটেশন জমা দিয়েছে এয়ারএশিয়া কনসালট্যান্সি।
নথিতে অন্যান্য দরদাতা হিসাবে ধরশান এলিট ইনভেস্টমেন্ট হোল্ডিং (প্রাইভেট) লিমিটেড, ফিটস অ্যাভিয়েশন (প্রাইভেট) লিমিটেড, শেরিশ টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, ট্রেজার রিপাবলিক গার্ডিয়ানস লিমিটেড এবং স্থানীয় সমষ্টি হেইলিস পিএলসির নামও রয়েছে।