হোম > বিশ্ব > এশিয়া

‘অচেনা’ ড্রোন দেখে তাইওয়ানের গুলি

তাইওয়ানের ভৌগোলিক সীমানার ভেতরে তিনটি অচিহ্নিত ড্রোন উড়তে দেখা গেছে। এ ঘটনায় তাইওয়ান সতর্কতা প্রদর্শনের অংশ হিসেবে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। তাইওয়ান ও চীনের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এমন গোলাগুলির ঘটনা ঘটল। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সম্প্রতি ড্রোনগুলো উড়তে দেখা যায়। যদিও কারা ড্রোনগুলো চালাচ্ছিল, সে সম্পর্কে কিছু জানা যায়নি এখনো। তবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনটি ড্রোনকেই চীনের মূল ভূখণ্ডের দিকে ফেরত যাওয়ার প্রমাণ মিলেছে। 

গত কয়েক সপ্তাহ ধরেই তাইপেই অভিযোগ করে আসছিল যে, চীন তাদের ভৌগোলিক সীমারেখার কাছাকাছি ড্রোন উড়িয়ে নজরদারি করছে। তবে এবারই প্রথম ড্রোন লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়ল তাইওয়ান। 

অবশ্য তাইওয়ানের সীমানায় ড্রোন ওড়ানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন। এবারে ড্রোন লক্ষ্য করে তাইওয়ানের গুলি ছোড়ার ঘটনাতেও এখনো পর্যন্ত বেইজিং তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। 

তবে কিছুদিন আগে একই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছিলেন, ‘চীনের ড্রোন চীনা এলাকার ওপর দিয়ে উড়লে আশ্চর্য হওয়ার কী আছে?’ এর পাল্টা জবাবে তখন তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, ‘আমন্ত্রিত নন এমন ব্যক্তিদের চোর বলে ডাকা হয়।’ 

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২