হোম > বিশ্ব > এশিয়া

‘অচেনা’ ড্রোন দেখে তাইওয়ানের গুলি

তাইওয়ানের ভৌগোলিক সীমানার ভেতরে তিনটি অচিহ্নিত ড্রোন উড়তে দেখা গেছে। এ ঘটনায় তাইওয়ান সতর্কতা প্রদর্শনের অংশ হিসেবে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। তাইওয়ান ও চীনের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এমন গোলাগুলির ঘটনা ঘটল। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সম্প্রতি ড্রোনগুলো উড়তে দেখা যায়। যদিও কারা ড্রোনগুলো চালাচ্ছিল, সে সম্পর্কে কিছু জানা যায়নি এখনো। তবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনটি ড্রোনকেই চীনের মূল ভূখণ্ডের দিকে ফেরত যাওয়ার প্রমাণ মিলেছে। 

গত কয়েক সপ্তাহ ধরেই তাইপেই অভিযোগ করে আসছিল যে, চীন তাদের ভৌগোলিক সীমারেখার কাছাকাছি ড্রোন উড়িয়ে নজরদারি করছে। তবে এবারই প্রথম ড্রোন লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়ল তাইওয়ান। 

অবশ্য তাইওয়ানের সীমানায় ড্রোন ওড়ানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন। এবারে ড্রোন লক্ষ্য করে তাইওয়ানের গুলি ছোড়ার ঘটনাতেও এখনো পর্যন্ত বেইজিং তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। 

তবে কিছুদিন আগে একই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছিলেন, ‘চীনের ড্রোন চীনা এলাকার ওপর দিয়ে উড়লে আশ্চর্য হওয়ার কী আছে?’ এর পাল্টা জবাবে তখন তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, ‘আমন্ত্রিত নন এমন ব্যক্তিদের চোর বলে ডাকা হয়।’ 

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী