হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০

মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালের দিকে দেশটির নৌবাহিনীর একটি প্যারেডের মহড়াকালে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মালয়েশিয়ার রয়্যাল নেভি এ দুর্ঘটনার বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছে, রয়্যাল মালয়েশিয়ান নেভির প্যারেডের মহড়ার অংশ হিসেবে দুটি হেলিকপ্টার আকাশে উড্ডয়নের পর সংঘর্ষে পড়ে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।বিবৃতিতে আরও বলা হয়েছে, মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকে আজ মঙ্গলবার সকাল ৯টা ৩২ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আগে প্যারেডের মহড়ার অংশ হিসেবে বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়ন করে লুমুত নেভাল বেস থেকে। এর মধ্যে উড্ডয়নের একটু পরই দুটি হেলিকপ্টারর সংঘর্ষ হয়। 

সংঘর্ষের ঘটনায় নিহত ১০ জনই ওই দুটি হেলিকপ্টারে ছিলেন বলে জানিয়েছে রয়্যাল মালয়েশিয়ান নেভি। বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনায় পড়া সবাই নিহত হয়েছেন। তাঁদের মরদেহ উদ্ধার করে লুমুত সেনাঘাঁটির হাসপাতালে পাঠানো হয়েছে শনাক্তকরণের জন্য।’

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২