হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০

মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালের দিকে দেশটির নৌবাহিনীর একটি প্যারেডের মহড়াকালে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মালয়েশিয়ার রয়্যাল নেভি এ দুর্ঘটনার বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছে, রয়্যাল মালয়েশিয়ান নেভির প্যারেডের মহড়ার অংশ হিসেবে দুটি হেলিকপ্টার আকাশে উড্ডয়নের পর সংঘর্ষে পড়ে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।বিবৃতিতে আরও বলা হয়েছে, মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকে আজ মঙ্গলবার সকাল ৯টা ৩২ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আগে প্যারেডের মহড়ার অংশ হিসেবে বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়ন করে লুমুত নেভাল বেস থেকে। এর মধ্যে উড্ডয়নের একটু পরই দুটি হেলিকপ্টারর সংঘর্ষ হয়। 

সংঘর্ষের ঘটনায় নিহত ১০ জনই ওই দুটি হেলিকপ্টারে ছিলেন বলে জানিয়েছে রয়্যাল মালয়েশিয়ান নেভি। বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনায় পড়া সবাই নিহত হয়েছেন। তাঁদের মরদেহ উদ্ধার করে লুমুত সেনাঘাঁটির হাসপাতালে পাঠানো হয়েছে শনাক্তকরণের জন্য।’

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে