হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০

মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালের দিকে দেশটির নৌবাহিনীর একটি প্যারেডের মহড়াকালে হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মালয়েশিয়ার রয়্যাল নেভি এ দুর্ঘটনার বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছে, রয়্যাল মালয়েশিয়ান নেভির প্যারেডের মহড়ার অংশ হিসেবে দুটি হেলিকপ্টার আকাশে উড্ডয়নের পর সংঘর্ষে পড়ে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।বিবৃতিতে আরও বলা হয়েছে, মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকে আজ মঙ্গলবার সকাল ৯টা ৩২ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আগে প্যারেডের মহড়ার অংশ হিসেবে বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়ন করে লুমুত নেভাল বেস থেকে। এর মধ্যে উড্ডয়নের একটু পরই দুটি হেলিকপ্টারর সংঘর্ষ হয়। 

সংঘর্ষের ঘটনায় নিহত ১০ জনই ওই দুটি হেলিকপ্টারে ছিলেন বলে জানিয়েছে রয়্যাল মালয়েশিয়ান নেভি। বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনায় পড়া সবাই নিহত হয়েছেন। তাঁদের মরদেহ উদ্ধার করে লুমুত সেনাঘাঁটির হাসপাতালে পাঠানো হয়েছে শনাক্তকরণের জন্য।’

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন