হোম > বিশ্ব > এশিয়া

কে হচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী? 

নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে অস্ট্রেলিয়ায় চলছে ভোট গ্রহণ। আজ শনিবার ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন লাখ লাখ ভোটার। ভোটাররা নির্ধারণ করবেন কে হবেন তাঁদের পরবর্তী প্রধানমন্ত্রী। নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ও লিবারেল-ন্যাশনাল জোটের স্কট মরিসনের সঙ্গে লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজের মূল লড়াইটা হচ্ছে।

বিবিসি বলছে, নির্বাচন জরিপে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনা মহামারি পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয়গুলোকে সামলিয়েছেন অন্যদিকে অ্যান্থনি আলবানিজ ঘোষণা দিচ্ছেন পরিবর্তনের। অ্যান্থনি আলবানিজ মূলত জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও জলবায়ু পরিবর্তন এ দুটি বিষয় ভোটারদের সামনে তুলে ধরছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবার ছোট ও স্বতন্ত্র দলগুলোর ভোটে ভালো করার সম্ভাবনা রয়েছে। কেননা বড় দলগুলোর প্রতি ভোটারদের একটা অংশের অসন্তোষ রয়েছে।

নির্বাচন জরিপে লেবার পার্টি কিছুটা এগিয়ে রয়েছে। তবে গত নির্বাচন জরিপের সঙ্গে ফল মেলেনি। তাই জরিপে আস্থা রাখার সুযোগ কম।

উল্লেখ্য, সরকার গঠনের জন্য প্রতিনিধি পরিষদের ১৫১টি আসনের অন্তত ৭৬ টিতে জয়লাভ করতে হবে। যদি কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে তাহলে ছোট দল ও স্বতন্ত্র এমপিদের সমর্থনের ভিত্তিতে নতুন সরকার ঠিক হবে এবং প্রধানমন্ত্রী কে হবেন সেটি নির্ধারিত হবে।

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়