সবকিছু আগেই ঠিকঠাক ছিল। এমনকি সম্প্রতি নিজের ৩০তম জন্মদিনটা রাজদরবারে শেষ জন্মদিন হিসেবে পালন করেছেন জাপানের প্রিন্সেস মাকো। অপেক্ষা ছিল শুধু ২৬ অক্টোবরের। অবশেষে সব জল্পনা কাটিয়ে আজ মঙ্গলবার কলেজের সেই ভালোবাসার মানুষকেই বিয়ে করলেন তিনি। স্বামী কেই কোমুরোর সঙ্গে বাকি জীবনটা সুখে কাটাতে চান। এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাকো।
অবশেষে সেটি বিসর্জন দিয়ে সাধারণ পরিবারের কোমুরোকেই বেছে নিলেন। রাজপরিবার থেকে তাঁর প্রাপ্য অর্থও নেননি মাকো। এ দম্পতি এখন পরিচিত পাচ্ছেন জাপানের ‘হ্যারি-মেগান’ হিসেবে।