হোম > বিশ্ব > এশিয়া

ফিলিপাইনে নৌকাডুবিতে ২৩ জনের মৃত্যু

ফিলিপাইনে নৌকাডুবিতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছের একটি হ্রদে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর নিখোঁজ হয়েছেন আরও অন্তত ৬ জন। স্থানীয় উদ্ধারকারীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে রাজধানী ম্যানিলা থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত লাগুনা হ্রদে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আর্মান্ডো বালিলো বলেছেন, ঘূর্ণিঝড় দকসুরি ফিলিপাইনে আঘাত হানার কয়েক ঘণ্টা এর এই দুর্ঘটনা ঘটল। 

আর্মান্ডো বালিলো বলেন, ‘নৌকাটি হ্রদের ভেতরে থাকা অবস্থায় হঠাৎ তীব্র বাতাস শুরু হলে আরোহীরা সবাই ঘাবড়ে যান এবং তাদের অধিকাংশই নৌকাটির বাম পাশে চলে গেলে ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়।’ 

স্থানীয় পৌরসভার উদ্ধারকারী বিভাগের কর্মকর্তা কেনেথ সিরাডোস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ছোট যাত্রীবাহী নৌকাটি বিনঙ্গোনান শহর থেকে হ্রদের মাঝখানে তালিম দ্বীপে নিয়মিত চলাচল করছিল।’ তিনি আরও বলেন, ‘উদ্ধারকারীরা পানি থেকে ২৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং ৪০ জনকে জীবিত উদ্ধার করেছে।’ 

উল্লেখ্য, ফিলিপাইন মোট ৭ হাজারটিরও বেশি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত একটি দেশ। দুর্বল সামুদ্রিক নিরাপত্তার কারণে প্রতি বছর সামুদ্রিক দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষ মারা যায়। মারা যাওয়াদের মধ্যে বেশির ভাগই জেলে। সাধারণত তাঁরা ছোট আকারের কাঠের নৌকা ব্যবহার করেন থাকেন। যার ফলে দুর্ঘটনাও ঘটে বেশি।

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা