হোম > বিশ্ব > এশিয়া

কেবিন ক্রুকে মদ্যপ যাত্রীর কামড়, মাঝপথ থেকে ফিরে এল উড়োজাহাজ

জাপান থেকে যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটে এক মদ্যপ যাত্রী কেবিন ক্রুকে কামড়ে দেওয়ায় মাঝপথ থেকেই ফিরে এসেছে উড়োজাহাজটি। আজ বুধবার অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মুখপাত্র বলেন, ধারণা করা হচ্ছে, ৫৫ বছর বয়সী ওই মদ্যপ যাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি মদ্যপ অবস্থায় কেবিন ক্রুর হাতে কামড় দেন। এতে ওই কেবিন ক্রু কিছুটা জখম হয়েছেন। 

এএনএ বলছে, এ ঘটনার পরই পাইলটরা ১৫৯ যাত্রীসহ উড়োজাহাজটি জাপানের হানেদা বিমানবন্দরে ফিরিয়ে আনেন। অবতরণের পর অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়। 

অভিযুক্ত যাত্রীকে উদ্ধৃত করে জাপানের সম্প্রচারমাধ্যম টিবিএস বলে, ফ্লাইটে থাকার সময় কী করেছেন, তার কিছুই তিনি মনে করতে পারছেন না। 

এ ঘটনাকে জম্বি সিনেমার গল্পের সঙ্গে তুলনা করেছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। 

এ বছর জাপানে উড়োজাহাজকেন্দ্রিক একের পর এক ঘটনা ঘটেই চলছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর ছিল ২ জানুয়ারি হানেদা বিমানবন্দরে জাপান এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে একটি কোস্ট গার্ড উড়োজাহাজের সংঘর্ষ। উড়োজাহাজে আগুন ধরার ঠিক আগমুহূর্তে অবিশ্বাস্যভাবে বের হতে সক্ষম হন ৩৭৯ আরোহী। তবে কোস্ট গার্ড উড়োজাহাজের ছয় আরোহীর মধ্যে ৫ জনের মৃত্যু হয়। 

এরপর গতকাল মঙ্গলবার জাপানের উত্তরাঞ্চলের দ্বীপ হোক্কাইদো বিমানবন্দরে কোরিয়ান এয়ারের উড়োজাহাজের ডানার প্রান্ত যাত্রীশূন্য ক্যাথে প্যাসিফিক উড়োজাহাজকে ধাক্কা দেয়। ভারী তুষারের কারণে উড়োজাহাজের থার্ড-পার্টি গ্রাউন্ড হ্যান্ডলার পিছলে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

১৪ জানুয়ারি শিকাগো বিমানবন্দরে একই ঘটনা ঘটে। এএনএর একটি উড়োজাহাজের সঙ্গে ডেলটা এয়ারলাইনসের উড়োজাহাজের সংঘর্ষ হয়। এতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া