কাবুলে তিন হাজার লিটার মদ খালের পানিতে ফেলে দিয়েছে তালেবান। আফগানিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা বলছে, মদ বিক্রির বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে তালেবান। তালেবান সরকার অভিযান চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কাবুলে খালের পানিতে মদ ফেলে দেওয়ার ভিডিও প্রকাশ করেছে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (জিডিআই)।
গোয়েন্দা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় গোয়েন্দা কর্মকর্তা তিনজন মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছেন।
উল্লেখ্য, এর আগের সরকারের সময়েও আফগানিস্তানে মদপান ও বিক্রি নিষিদ্ধ ছিল। বর্তমানে তালেবানের শাসনামলে মদের বিরুদ্ধে অবস্থান আরও কঠোর।