হোম > বিশ্ব > এশিয়া

মিসর সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

মিসর সফরে গেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আজ রোববার চারদিনের সফরে দেশটিতে যান তিনি। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীসহ ঊর্ধতন কর্মকর্তারা।

আনোয়ার ইব্রাহিমকে বহনকারী বিমানটি স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরের প্রেসিডেন্সিয়াল অ্যারাইভাল হলে অবতরণ করে। এ সময় সেখানে তাঁকে স্বাগত জানান মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলিসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা। মিসরে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ তারিদ সুফিয়ানও এ সময় উপস্থিত ছিলেন।

মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে আনোয়ার ইব্রাহিমের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে কথা বলবেন দুই নেতা।

মালয় সংবাদমাধ্যম বেরনামা জানিয়েছে, মিসর বর্তমানে আফ্রিকায় মালয়েশিয়ার পঞ্চম বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে আনোয়ার ইব্রাহিমের এই সফর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে