হোম > বিশ্ব > এশিয়া

মিসর সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

মিসর সফরে গেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আজ রোববার চারদিনের সফরে দেশটিতে যান তিনি। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রীসহ ঊর্ধতন কর্মকর্তারা।

আনোয়ার ইব্রাহিমকে বহনকারী বিমানটি স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরের প্রেসিডেন্সিয়াল অ্যারাইভাল হলে অবতরণ করে। এ সময় সেখানে তাঁকে স্বাগত জানান মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলিসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা। মিসরে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ তারিদ সুফিয়ানও এ সময় উপস্থিত ছিলেন।

মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে আনোয়ার ইব্রাহিমের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে কথা বলবেন দুই নেতা।

মালয় সংবাদমাধ্যম বেরনামা জানিয়েছে, মিসর বর্তমানে আফ্রিকায় মালয়েশিয়ার পঞ্চম বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। দুই দেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে আনোয়ার ইব্রাহিমের এই সফর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে