হোম > বিশ্ব > এশিয়া

ফিলিপাইনে বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন ফার্দিনান্দ মার্কোস

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে জেতার পথে রয়েছেন ফার্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র। সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের ছেলের এই বিজয়ের মধ্য দিয়ে ৩৬ বছর পর আবার ক্ষমতায় ফিরতে যাচ্ছে তাঁর পরিবার। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক ও আংশিক ফলাফল অনুযায়ী ৬৪ বছর বয়সী সিনেটর এখন পর্যন্ত ৫৬ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী লেনি রব্রেডোর ভোট পেয়েছেন মোটে ২৮ শতাংশ। 

দেশটির নির্বাচনী কর্মকর্তারা বলছেন, ভোটের দিনে ভোটার উপস্থিতি বেশি ছিল। এ ছাড়া একটি ভোটকেন্দ্রের কাছে তিনজনকে গুলি করা ছাড়া সারা দেশে নির্বাচন ঘিরে তেমন কোনো সহিংসতা ঘটেনি। 

বেসরকারি হিসাব অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী লেনি রব্রেডোর ৮৫ লাখ ভোটের বিপরীতে ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের প্রাপ্ত ভোট ১ কোটি ৮০ লাখ। বিশ্লেষকেরা বলছেন, ৩৬ বছর আগে পতন হওয়া মার্কোস পরিবারই ফের ফিলিপাইনের ক্ষমতায় যে আসছে, সেটি একপ্রকার নিশ্চিতই। 

গতকাল সোমবার স্থানীয় সময় সকাল থেকেই ফিলিপাইনের বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক ভিড় দেখা গিয়েছিল। এর আগেই প্রাথমিক জরিপ জেনে যায় সবাই। জরিপে দেখা যায়, মার্কোস জুনিয়র ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩০ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন। 

উল্লেখ্য, ২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে লেনি রব্রেডোর কাছে হেরে গিয়েছিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে তাই মরিয়া ছিলেন তিনি।

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়