হোম > বিশ্ব > এশিয়া

ফিলিপাইনে বিপুল ব্যবধানে জয়ী হতে চলেছেন ফার্দিনান্দ মার্কোস

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে জেতার পথে রয়েছেন ফার্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র। সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস সিনিয়রের ছেলের এই বিজয়ের মধ্য দিয়ে ৩৬ বছর পর আবার ক্ষমতায় ফিরতে যাচ্ছে তাঁর পরিবার। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক ও আংশিক ফলাফল অনুযায়ী ৬৪ বছর বয়সী সিনেটর এখন পর্যন্ত ৫৬ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী লেনি রব্রেডোর ভোট পেয়েছেন মোটে ২৮ শতাংশ। 

দেশটির নির্বাচনী কর্মকর্তারা বলছেন, ভোটের দিনে ভোটার উপস্থিতি বেশি ছিল। এ ছাড়া একটি ভোটকেন্দ্রের কাছে তিনজনকে গুলি করা ছাড়া সারা দেশে নির্বাচন ঘিরে তেমন কোনো সহিংসতা ঘটেনি। 

বেসরকারি হিসাব অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী লেনি রব্রেডোর ৮৫ লাখ ভোটের বিপরীতে ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের প্রাপ্ত ভোট ১ কোটি ৮০ লাখ। বিশ্লেষকেরা বলছেন, ৩৬ বছর আগে পতন হওয়া মার্কোস পরিবারই ফের ফিলিপাইনের ক্ষমতায় যে আসছে, সেটি একপ্রকার নিশ্চিতই। 

গতকাল সোমবার স্থানীয় সময় সকাল থেকেই ফিলিপাইনের বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক ভিড় দেখা গিয়েছিল। এর আগেই প্রাথমিক জরিপ জেনে যায় সবাই। জরিপে দেখা যায়, মার্কোস জুনিয়র ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩০ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন। 

উল্লেখ্য, ২০১৬ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে লেনি রব্রেডোর কাছে হেরে গিয়েছিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এবার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে তাই মরিয়া ছিলেন তিনি।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত