হোম > বিশ্ব > এশিয়া

জাপানে কারখানায় আগুন, নিহত ৪

জাপানে একটি খাবারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চার কর্মী নিহত হয়েছেন। আজ শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, নিগাটা শহরে অবস্থিত কারখানাটির আগুন নেভাতে রাতভর কাজ করছেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে ৩০ জন কর্মী ছিলেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

পুলিশের একজন মুখপাত্র এএফপিকে বলেন, আমরা চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। 

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, পুলিশ নিখোঁজ দুই কর্মীকে খুঁজছে। ধোয়াতে অসুস্থ হয়ে পড়া একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় দমকলকর্মী বাহিনী জানায়, আগুন লাগার আট ঘণ্টা পরও দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছিল। 

একটি বিবৃতিতে দমকলকর্মী বাহিনীর পক্ষ থেকে বলা হয়, আমরা মোট ২২টি ফায়ার ট্রাক ঘটনাস্থলে পাঠিয়েছি । দমকলকর্মীরা এখনও সেখানে কাজ করছে।

অগ্নিকাণ্ডের শিকার হওয়া কারখানাটি জাপানের সাংকো সিকা কোম্পানির। জাপানের অন্যতম বড় চিপসের কোম্পানি এটি।

অগ্নিকাণ্ডের ঘটনা জাপানে খুব ঘটে না। জাপানে ভবন তৈরির নিয়ম-কানুন কঠোরভাবে মানা হয়।

গত ডিসেম্বরে জাপানের ওসাকার একটি মানসিক স্বাস্থ্য ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত হয়েছিল।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২