হোম > বিশ্ব > এশিয়া

কমোডে বসা যুবকের অণ্ডকোষে অজগরের কামড়, তারপর যা ঘটল...

থাইল্যান্ডে থানাত থাংতেওয়ান নামের এক যুবকের অণ্ডকোষে অজগর সাপ কামড় দিয়েছে। তিনি বাথরুমের কমোডে বসতেই এমন ঘটনা ঘটে। এতে প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন। পরে অবশ্য টয়লেট ব্রাশ দিয়ে সাপটি পিটিয়ে হত্যা করেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গতকাল বুধবারের ওই ঘটনার ছবি প্রকাশ করেছেন থানাত। ছবিতে দেখা গেছে, ১২ ফুটের ওই সাপ বাথরুমের মেঝেতে পড়ে আছে।

থানত বলেন, ‘কমোডে বসার কিছুক্ষণ পর অনুভব করি, কিছু একটা আমার অণ্ডকোষে কামড় দিয়েছে। খুব ব্যথা হচ্ছিল। তখন আমি টয়লেটে হাত ঢুকিয়ে দেখি একটি সাপ ধরেছি! সাপ দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি দ্রুত উঠে দাঁড়াই এবং সাপটি কমোড থেকে বের করে ফেলি।’

এরপর থানাত টয়লেট ব্রাশ দিয়ে সাপের মাথায় আঘাত করে মেরে ফেলেন। এর মধ্যে তাঁর বাবা টিটেনাস টিকা নিতে হাসপাতালে যান। চিকিৎসকেরা জানান, সেলাই লাগবে না, কারণ ক্ষতটি গভীর নয়। এটি কয়েক সপ্তাহের মধ্যে সেরে যাবে।

থানত আরও বলেন, ‘আমি এখন শঙ্কামুক্ত। আমি ভাগ্যবান যে, এটি একটি বিষধর সাপ ছিল না। কোবরা হলে মরে যেতাম। ঘটনার পর থেকে আমি আর ওই টয়লেটে যাইনি।’

থাইল্যান্ডে এর আগেও বহুবার টয়লেটে অজগর সাপের আক্রমণের ঘটনা ঘটেছে। ২০১৬ সালে চাচোয়েংসাও প্রদেশে একটি স্কোয়াট টয়লেটে এক ব্যক্তিকে ১০ ফুট লম্বা অজগর কামড় দিয়েছিল। ২০২০ সালে সামুত প্রাকান প্রদেশে টয়লেটে এক গৃহবধূকে অজগর কামড় দিয়েছিল।

রেটিকুলেটেড অজগর দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে পাওয়া যায়। এই প্রজাতি বন, জলাভূমি, খাল এমনকি শহরে বাস করে। এই প্রজাতি বিশ্বের বৃহত্তম সাপগুলোর মধ্যে একটি। এরা মানুষ, বিড়াল, কুকুর, পাখি, ইঁদুর এবং অন্যান্য সাপ খেতে পারে।

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি