হোম > বিশ্ব > এশিয়া

মুক্তিযুদ্ধে নিহত দুই ভারতীয় সাংবাদিককে শহীদের স্বীকৃতির আর্জি

প্রতিনিধি, কলকাতা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবাদ সংগ্রহ করতে এসে শহীদ হওয়া কলকাতার দুই সাংবাদিককে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানিয়েছে কলকাতা প্রেস ক্লাব। ক্লাবের অনুরোধ, মুক্তিযুদ্ধে ১৩ জন বাংলাদেশি শহীদ সাংবাদিকের সঙ্গে এই দুজনকেও যেন স্বীকৃতি দেওয়া হয়। এরা হলেন দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিত ঘোষাল। 

দিল্লিতে বাংলাদেশি দূতাবাসে নিযুক্ত মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদের অভ্যর্থনা এবং কলকাতায় নিযুক্ত প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইসলামের বিদায় সংবর্ধনা উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর এ অনুরোধ করেন। তাঁর অনুরোধ, মুক্তিযুদ্ধের দুই ভারতীয় শহীদ সাংবাদিকের স্বীকৃতি দেওয়া উচিত। তাঁর মতে, ১৩ জন শহীদ বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে তাঁদের প্রতি সম্মান জানানোও জরুরি। বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে আনবেন বলেও উল্লেখ করেন স্নেহাশিস সুর। 

জানা যায়, মুক্তিযুদ্ধের সময় কলকাতার দুই তরুণ সাংবাদিক দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিত ঘোষাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ কভার করতে ত্রিপুরার রাজধানী আগরতলা দিয়ে কুমিল্লায় প্রবেশ করেছিলেন। সেখানে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়লে তাঁদের হত্যা করা হয়। কিন্তু মুক্তিযুদ্ধের ৫০ বছর পরেও তাঁরা কোনো স্বীকৃতি পাননি। 

ইতিমধ্যেই কলকাতা প্রেস ক্লাবে বসেছে এই দুই সাংবাদিকের স্মৃতি ফলক। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ কলকাতা প্রেস ক্লাবে এ ফলক উন্মোচন করেন। দুই ভারতীয় সাংবাদিকের স্বীকৃতির বিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছিলেন তথ্যমন্ত্রী। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাব তাঁদের সম্মান জানিয়ে একটি পুস্তিকা প্রকাশ করেছে। 

বিদায়ী প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল বাংলাদেশের মুক্তিযুদ্ধে কলকাতা প্রেস ক্লাবের অবদানের কথা উল্লেখ করেন। এই প্রেসক্লাব থেকেই মুক্তিযুদ্ধের খবর বিদেশি মিডিয়ায় ছড়িয়ে পড়ত। 

শাবান মাহমুদ আশা প্রকাশ করেন, ভারত ও বাংলাদেশের মৈত্রী আরও সুদৃঢ় হবে। সেই সঙ্গে উভয় দেশের সম্পর্কের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। 

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২