অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থীশিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে চারজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঘটনাস্থলে নিহত নূর জারা এবং আমজাদ আইয়াদ আজমির লাশ ইসরায়েলি বাহিনী নিয়ে গেছে। বাকি দুজন সালেহ মোহাম্মদ আম্মার (১৯) এবং রায়েদ জিয়াদ আবু সেফকে (২১) গুলিবিদ্ধ অবস্থায় জেনিন সিটি হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে মারা যান।
আরও কমপক্ষে আরও দুজন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরাইলি সেনাবাহিনী। এদের একজনের হাতে গুলি লেগেছে এবং মোহাম্মদ আবু জিনা নামের একজনকে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে জেনিন শরণার্থীশিবিরে প্রতিবাদী মিছিল শুরু হয়েছে।