হোম > বিশ্ব > এশিয়া

রাশিয়ার সুখোই যুদ্ধবিমানের প্রথম চালান পেল মিয়ানমার, আসবে আরও ৪টি 

রাশিয়ার কাছ থেকে প্রথম চালানে দুটি সুখোই যুদ্ধবিমান পেয়েছে মিয়ানমার। দেশটি রাশিয়ার কাছ থেকে আরও চারটি সুখোই যুদ্ধবিমান পাবে। দেশটির বাণিজ্যমন্ত্রী চার্লি থান রুশ সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছেন। পরে আরআইএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রাশিয়ার বন্দরনগরী ভ্লাদিভস্টকে চলমান ইস্টার্ন ইকোনমিক ফোরামের সাইডলাইন বৈঠকে যোগ দিতে যাওয়া মিয়ানমারের বাণিজ্যমন্ত্রী চার্লি থান বলেন, ‘এরই মধ্যে দুটি যুদ্ধবিমানের চালান মিয়ানমারে পৌঁছেছে।’ রাশিয়া প্রতিবছর মিত্র দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ উৎসাহিত করতে এই ফোরামের আয়োজন করে থাকে।

আরআইএ প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং রাশিয়া সফরে গেলে দেশটির সঙ্গে সুখোইয়ের এসইউ-৩০এসএমই যুদ্ধবিমান কেনার চুক্তি করে। সে সময় দেশটি রাশিয়ার কাছ থেকে ৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল। 

রুশ রাষ্ট্রায়ত্ত অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরনএক্সপোর্টের মতে, রাশিয়ার তৈরি সুখোই এসইউ-৩০ এসএমই যুদ্ধবিমানগুলো আকাশ থেকে ভূমিতে, আকাশ থেকে আকাশে আক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এ ছাড়া, অন্য কোনো যুদ্ধবিমান থেকে পাইলট পুনরুদ্ধার, পাইলট প্রশিক্ষণসহ বিভিন্ন কাজেও ব্যবহার করা যায়।

এদিকে, চার্লি থান জানিয়েছেন—ইস্টার্ন ইকোনমিক ফোরামে মিয়ানমার এবং রাশিয়ার মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। বিশেষ করে দুই দেশের মধ্যে পর্যটন খাতের বিকাশের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২