হোম > বিশ্ব > এশিয়া

সাগরে ভাসমান শতাধিক রোহিঙ্গাকে গ্রহণ করল ইন্দোনেশিয়া

সাগরে ভাসমান শতাধিক রোহিঙ্গা বোঝাই একটি নৌকাকে অবশেষে তীরে নামার অনুমতি দিয়েছে ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক নানা সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল দেশটি। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বুধবার ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তা আর্মড বিজয়া এক বিবৃতিতে বলেছেন, ইন্দোনেশীয় সরকার মানবতার খাতিরে বিরুয়েন উপকূলে ভাসমান রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। নৌকায় থাকা শরণার্থীদের জরুরি অবস্থা বিবেচনায় ইন্দোনেশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। নৌকায় অধিকাংশ যাত্রীই ছিল নারী ও শিশু। 

এর আগে মঙ্গলবার সুমাত্রার পশ্চিমাঞ্চলীয় দ্বীপের আচেহ প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, নৌকায় থাকা প্রায় ১২০ জন যাত্রীকে তাঁরা খাবার, ওষুধ ও পানি পাঠিয়েছেন। কিন্তু তাদের ইন্দোনেশিয়ায় ঢুকতে দেওয়া হবে না। 

উল্লেখ্য, রোহিঙ্গা বোঝাই নৌকাটি ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল। নৌকাটি কয়েক দিনের মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দুই জেলে বার্তা সংস্থা রয়টার্সকে জানান। নৌকাটি কাঠের তৈরি। এর দুই জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল। প্রচুর পানি উঠছিল।   

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি