হোম > বিশ্ব > এশিয়া

সাগরে ভাসমান শতাধিক রোহিঙ্গাকে গ্রহণ করল ইন্দোনেশিয়া

সাগরে ভাসমান শতাধিক রোহিঙ্গা বোঝাই একটি নৌকাকে অবশেষে তীরে নামার অনুমতি দিয়েছে ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক নানা সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল দেশটি। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বুধবার ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তা আর্মড বিজয়া এক বিবৃতিতে বলেছেন, ইন্দোনেশীয় সরকার মানবতার খাতিরে বিরুয়েন উপকূলে ভাসমান রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। নৌকায় থাকা শরণার্থীদের জরুরি অবস্থা বিবেচনায় ইন্দোনেশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। নৌকায় অধিকাংশ যাত্রীই ছিল নারী ও শিশু। 

এর আগে মঙ্গলবার সুমাত্রার পশ্চিমাঞ্চলীয় দ্বীপের আচেহ প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, নৌকায় থাকা প্রায় ১২০ জন যাত্রীকে তাঁরা খাবার, ওষুধ ও পানি পাঠিয়েছেন। কিন্তু তাদের ইন্দোনেশিয়ায় ঢুকতে দেওয়া হবে না। 

উল্লেখ্য, রোহিঙ্গা বোঝাই নৌকাটি ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল। নৌকাটি কয়েক দিনের মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দুই জেলে বার্তা সংস্থা রয়টার্সকে জানান। নৌকাটি কাঠের তৈরি। এর দুই জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল। প্রচুর পানি উঠছিল।   

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২