সাগরে ভাসমান শতাধিক রোহিঙ্গা বোঝাই একটি নৌকাকে অবশেষে তীরে নামার অনুমতি দিয়েছে ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক নানা সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল দেশটি। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বুধবার ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তা আর্মড বিজয়া এক বিবৃতিতে বলেছেন, ইন্দোনেশীয় সরকার মানবতার খাতিরে বিরুয়েন উপকূলে ভাসমান রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। নৌকায় থাকা শরণার্থীদের জরুরি অবস্থা বিবেচনায় ইন্দোনেশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। নৌকায় অধিকাংশ যাত্রীই ছিল নারী ও শিশু।
উল্লেখ্য, রোহিঙ্গা বোঝাই নৌকাটি ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল। নৌকাটি কয়েক দিনের মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দুই জেলে বার্তা সংস্থা রয়টার্সকে জানান। নৌকাটি কাঠের তৈরি। এর দুই জায়গায় ছিদ্র হয়ে গিয়েছিল। প্রচুর পানি উঠছিল।