হোম > বিশ্ব > এশিয়া

মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৩২ 

ইরানের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। আজ শুক্রবার ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইরানের কাস্পিয়ান সাগরতীরবর্তী প্রদেশ জিলানের লানজারুদ এলাকার একটি আফিম আসক্ত পুনর্বাসন কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই অগ্নিকাণ্ড ঠিক কোন সময় সূত্রপাত হয় বা শেষ হয় সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি মেহের নিউজের প্রতিবেদনে। 

ইরানি বিচার বিভাগের মুখপাত্র ও সরকারি সংবাদমাধ্যম মিজান নিউজ পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, বিচার বিভাগ ওই অগ্নিকাণ্ড ও হতাহতের বিষয়টির তদন্ত শুরু করেছে। পাশাপাশি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রটির ব্যবস্থাপক ও অন্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

জাতিসংঘের তথ্য অনুসারে, বিশ্বের যেসব দেশে মাদকাসক্তির সমস্যা প্রকট, তার মধ্যে ইরান একটি। কেবল মাদকাসক্তিই নয়, দেশটিতে মাদক চোরাচালান, মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধের হারও অনেক বেশি। ইরানের প্রতিবেশী আফগানিস্তানে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ আফিম উৎপাদন করা হয়। এসব আফিম ইরান হয়েই চোরাচালানিদের হাত ধরে পশ্চিম ইউরোপে পৌঁছে যায়।

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া