হোম > বিশ্ব > এশিয়া

মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৩২ 

ইরানের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। আজ শুক্রবার ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইরানের কাস্পিয়ান সাগরতীরবর্তী প্রদেশ জিলানের লানজারুদ এলাকার একটি আফিম আসক্ত পুনর্বাসন কেন্দ্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই অগ্নিকাণ্ড ঠিক কোন সময় সূত্রপাত হয় বা শেষ হয় সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি মেহের নিউজের প্রতিবেদনে। 

ইরানি বিচার বিভাগের মুখপাত্র ও সরকারি সংবাদমাধ্যম মিজান নিউজ পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, বিচার বিভাগ ওই অগ্নিকাণ্ড ও হতাহতের বিষয়টির তদন্ত শুরু করেছে। পাশাপাশি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রটির ব্যবস্থাপক ও অন্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

জাতিসংঘের তথ্য অনুসারে, বিশ্বের যেসব দেশে মাদকাসক্তির সমস্যা প্রকট, তার মধ্যে ইরান একটি। কেবল মাদকাসক্তিই নয়, দেশটিতে মাদক চোরাচালান, মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধের হারও অনেক বেশি। ইরানের প্রতিবেশী আফগানিস্তানে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ আফিম উৎপাদন করা হয়। এসব আফিম ইরান হয়েই চোরাচালানিদের হাত ধরে পশ্চিম ইউরোপে পৌঁছে যায়।

অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে বন্দুকধারীদের হামলা, নিহত কমপক্ষে ১০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর

ইন্দোনেশিয়ায় ড্রোন সরবরাহ প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন, নিহত ২০