হোম > বিশ্ব > এশিয়া

চীনে এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

চীনে এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার দেশটিতে ২০ হাজার ৪৭২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির হুবেই প্রদেশের উহান শহরে করোনা শনাক্তের পর এটিই সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্তের রেকর্ড। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। তবে স্বাস্থ্য কমিশন বিবৃতিতে বলেছে, এ দিন কেউ মারা যায়নি। 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ পর্যন্ত চীন লকডাউন, গণপরীক্ষা ও আন্তর্জাতিক ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞার মাধ্যমে করোনার প্রাদুর্ভাব দমিয়ে রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু ‘জিরো কোভিড’ নীতির পরও দেশটিতে করোনা রোগী বাড়ছে। আর লকডাউন থাকা সত্ত্বেও দেশটিতে করোনাভাইরাসের কেন্দ্রস্থল বর্তমানে সাংহাই।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, দেশটিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনা শনাক্তের হার প্রতিদিন হাজারের বেশি ছাড়িয়েছে। এ ছাড়া তারা সাংহাইয়ের কাছে অতি সংক্রমণযোগ্য করোনার ওমিক্রন ধরন শনাক্ত করেছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, করোনার কোনো উপসর্গ ছাড়াই অধিকাংশ রোগী শনাক্ত করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে মহামারি আকার ধারণ করে।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত