হোম > বিশ্ব > এশিয়া

প্রশান্ত মহাসাগরে সুনামি শুরু, হাওয়াইয়ে ৪ ফুট উচ্চতার ঢেউ

আজকের পত্রিকা ডেস্ক­

হাওয়াই, জাপান, চীনের উপকূলীয় এলাকায় আঘাত হানছে একের পর এক সুবিশাল ঢেউ। ছবি: এএফপি

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক দেশে আঘাত হানতে শুরু করেছে সুনামি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, হাওয়াই, জাপান, চীনের উপকূলীয় এলাকায় আঘাত হানছে একের পর এক সুবিশাল ঢেউ।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (প্যাসিফিক সুনামি ওয়ার্মিং সেন্টার) জানিয়েছে, হাওয়াইয়ের ওআহু দ্বীপের হালেইয়ায় প্রথম যে সুনামি তরঙ্গ রেকর্ড করা হয়েছে, তার উচ্চতা ছিল ৪ ফুট (প্রায় ১ দশমিক ২১ মিটার)। সংস্থাটি আরও জানিয়েছে, ১২ মিনিট অন্তর অন্তর উপকূলে আঘাত হেনেছে বিশাল আকারের তরঙ্গগুলো। হাওয়াই গভর্নর জশ গ্রিন জানিয়েছেন, যদিও এখন পর্যন্ত ‘বিপজ্জনক মাত্রায়’ পৌঁছায়নি সুনামি। তবে উপকূল থেকে উল্লেখযোগ্য হারে কমে গেছে পানি। সাধারণত বড় ঢেউয়ের আগেই এমন হয়।

হাওয়াই ও জাপানের মাঝামাঝি অবস্থিত মধ্য-প্যাসিফিকের মিদওয়ে অ্যাটলে সুনামির ঢেউয়ের উচ্চতা রেকর্ড করা হয়েছে ছয় ফুট (১ দশমিক ৮ মিটার)। গভর্নর জশ গ্রিন জানান, এখনো হাওয়াইয়ের সব উপকূল থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়া নির্দেশনা কার্যকর রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কেউ যেন উপকূলবর্তী এলাকাগুলোতে ফিরে না আসে সে ব্যাপারেও বিশেষভাবে সতর্ক করেছেন তিনি।

জাপানের হোক্কাইদো উপকূলে সুনামির ঢেউ রেকর্ড করা হয়েছে ৪০ সেন্টিমিটার পর্যন্ত। তবে দেশটির আবহাওয়া সংস্থা জাপান মিটিওরলজিক্যাল এজেন্সি সতর্ক করেছে, এখনো পর্যন্ত ঢেউয়ের উচ্চতা কম থাকলেও যে কোনো সময় ভয়ংকর রূপ নিতে পারে এ দুর্যোগ। সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নাগরিকদের নিরাপদ স্থান ত্যাগ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সুনামি জোয়ারের সময় হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এর আগে, চীনের সুনামি সতর্কতা কেন্দ্র সর্তক করেছিল, রাশিয়ার ভূমিকম্প থেকে উৎপন্ন তরঙ্গ চীনের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে এবং ঢেউয়ের উচ্চতা ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার পর্যন্ত হতে পারে।

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি