হোম > বিশ্ব > এশিয়া

কমলা হ্যারিস সিউল ছাড়ার পর ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়া সফর করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সফর শেষে তিনি সিউল ছাড়ার কয়েক ঘণ্টা পরই দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

সফরে কমলা হ্যারিস তাঁর এশীয় মিত্রদের নিরাপত্তার জন্য মার্কিন প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছিলেন বলে জানা গেছে। সুরক্ষিত পরমাণু নিরস্ত্রীকরণ এলাকা পরিদর্শন করে তিনি বলেন, উত্তর কোরিয়া একনায়কতন্ত্রের দেশ, তারা মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ অস্ত্র কার্যক্রম চালায়, যা আন্তর্জাতিক স্থিতিশীলতা ও শান্তি বিনষ্ট করছে।

দক্ষিণ কোরিয়া সফরের আগে কমলা হ্যারিসের জাপানে অবস্থানকালেও পূর্ব উপকূলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার জেরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলে ধারণা করা হচ্ছে। ফলে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর আগে গত রোববার হ্যারিস ওয়াশিংটন ত্যাগ করার আগে আরও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। 

ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত