হোম > বিশ্ব > এশিয়া

কমলা হ্যারিস সিউল ছাড়ার পর ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়া সফর করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সফর শেষে তিনি সিউল ছাড়ার কয়েক ঘণ্টা পরই দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

সফরে কমলা হ্যারিস তাঁর এশীয় মিত্রদের নিরাপত্তার জন্য মার্কিন প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছিলেন বলে জানা গেছে। সুরক্ষিত পরমাণু নিরস্ত্রীকরণ এলাকা পরিদর্শন করে তিনি বলেন, উত্তর কোরিয়া একনায়কতন্ত্রের দেশ, তারা মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ অস্ত্র কার্যক্রম চালায়, যা আন্তর্জাতিক স্থিতিশীলতা ও শান্তি বিনষ্ট করছে।

দক্ষিণ কোরিয়া সফরের আগে কমলা হ্যারিসের জাপানে অবস্থানকালেও পূর্ব উপকূলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার জেরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলে ধারণা করা হচ্ছে। ফলে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর আগে গত রোববার হ্যারিস ওয়াশিংটন ত্যাগ করার আগে আরও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। 

ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং।

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭