হোম > বিশ্ব > এশিয়া

লেবাননে গ্যাস ট্যাংকার বিস্ফোরণ, নিহত ২০

লেবাননে গ্যাসবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। স্থানীয় রেডক্রসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও কয়েকজন নিখোঁজ থাকার কথাও বলা হয়েছে খবরে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

রয়টার্স জানায়, লেবাননের উত্তরাঞ্চলীয় আক্কার অঞ্চলে গ্যাসবাহী ট্যাংকারটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আকাশে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ট্যাংকারটি পুড়ে যায়।

বিস্ফোরণের পরপরই রেডক্রসের উদ্ধারকারী ২২টি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০টি মরদেহ উদ্ধার করে। আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড