হোম > বিশ্ব > এশিয়া

ভুটানে নির্বাচন: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন শেরিং তোবগে

ভুটানের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠন করতে চলেছে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। দলটির নেতা শেরিং তোবগে (৫৮) পাঁচ বছরের জন্য দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথে। তোবগে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৭ সালে পিডিপি গঠন করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ৩০ নভেম্বর প্রথম পর্যায়ের নির্বাচনে অংশ নেয় পাঁচটি রাজনৈতিক দল। নির্বাচনে এগিয়ে থাকা দুই দলের মধ্যে মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়। ইলেকশন কমিশন অব ভুটান (ইসিবি) গতকাল বুধবার নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ করে।

এতে দেখা যায়, দেশটির পার্লামেন্ট—ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৭টি আসনের মধ্যে ৩০টি আসন পেয়েছে পিডিপি। বাকি আসনগুলো পেয়েছে ভুটান টেনড্রেল পার্টি (বিপিটি)। গতকাল এই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলও ঘোষণা করার কথা ছিল। ভুটানে আগে রাজতন্ত্র চলত। ২০০৮ সালে দেশটি সংসদীয় শাসনব্যবস্থায় আসে। এরপর দেশটিতে এটি চতুর্থ নির্বাচন। ভুটানের প্রথম পার্লামেন্টে বিরোধী দলের নেতা ছিলেন তোবগে। 

ভয়াবহ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভুটানে ভোট গ্রহণ হয়েছে। অর্থনৈতিক দুরবস্থার কারণে প্রবৃদ্ধির বিপরীতে দেশটির মোট জাতীয় সুখকে (জিএনএইচ) অগ্রাধিকার দেওয়া অনেক দিনের নীতি প্রশ্নের মুখে পড়েছে। বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুসারে, ভুটানে তরুণদের মধ্যে বেকারত্বের হার ২৯ শতাংশে উন্নীত হয়েছে। 

অন্যদিকে গত পাঁচ বছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আটকে আছে গড়ে ১ দশমিক ৭ শতাংশের মধ্যে। গত কয়েকটি নির্বাচনের সময় থেকে আর্থিক ও শিক্ষাগত সুবিধার সন্ধানে রেকর্ডসংখ্যক তরুণ জনগোষ্ঠী বিদেশে চলে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি গেছে অস্ট্রেলিয়ায়। সরকারি পরিসংখ্যানকে উদ্ধৃত করে পিডিপির ইশতেহারে বলা হয়েছিল, দেশটিতে প্রতি আটজনে একজন খাদ্য ও জরুরি সামগ্রীর প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। 

মঙ্গলবারের নির্বাচনে প্রায় ৫ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁদের একজন হলেন কারমা (৪৯)। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভুটানের লোকদের সবচেয়ে বেশি যেটা দরকার, তা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তাদের নিজেদের প্রবৃদ্ধি। অনেক মানুষ বেকার। এমনকি যারা চাকরি পাচ্ছেন, তারাও পরিবারকে এগিয়ে তোলার মতো যথেষ্ট উপার্জন করতে পারছেন না।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট