হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় ভোট গ্রহণকালে ক্লান্তিতে ৭১ নির্বাচনকর্মীর মৃত্যু

ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে বিশ্বের বৃহত্তম এক দিনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত ৭১ জন কর্মী ক্লান্তির কারণে মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সরকার। আজ সোমবার সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়ার সরকারের মতে, নির্বাচন পরিচালনায় যুক্ত আরও প্রায় ৪ হাজার নির্বাচনীকর্মী ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। দেশটির নির্বাচনী সংস্থার চেয়ারম্যান হাসিম আসিয়ারি আজ জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন।

দেশটিতে ২০১৯ সালের নির্বাচনে ৫০০টিরও বেশি ভোটকেন্দ্রে ভোট গণনা করতে গিয়ে ২৭২ জন কর্মী মারা যান। ফলে এবারের নির্বাচনে সরকার নির্বাচনী কাজে স্বেচ্ছাসেবকদের জন্য বয়সের সীমা আরোপ এবং স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। এরপরও সর্বশেষ নির্বাচন এ পর্যন্ত কয়েক ডজন মানুষ মারা গেছেন।

গত সপ্তাহে প্রায় ছয় ঘণ্টা ধরে চলা নির্বাচনে দেশজুড়ে ৮ লাখ ভোটিং বুথে কাজ করার জন্য ৫০ লাখ লোককে পারিশ্রমিক দেওয়া হয়েছে।

দেশটিতে জাতীয় ও স্থানীয় স্তরে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং আইনপ্রণেতা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ২০ কোটির বেশি নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হন।

ইন্দোনেশিয়ায় জাতীয় নির্বাচনে শত শত কাগজের ব্যালট বিতরণ, গণনা এবং ফলাফল প্রকাশে টানা ২৪ ঘণ্টা কাজ করতে হয়। অর্থাৎ, ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পর ১২ ঘণ্টারও বেশি সময় কাজ করতে হয়।

সর্বশেষ নির্বাচনে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো অনানুষ্ঠানিক ফলাফলের ভিত্তিতে প্রেসিডেন্ট হিসেবে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। তবে ২০ মার্চের মধ্যে দেশটিতে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের