হোম > বিশ্ব > এশিয়া

জাপানে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

জাপানের মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশ্বব্যাপী পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে জাপানি মুদ্রা ইয়েন দুর্বল হয়ে পড়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাপান সরকারের তথ্যমতে, ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি গত বছরের তুলনায় এ বছরের অক্টোবরে ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এটি ১৯৮২ সালের পর সবচেয়ে দ্রুতগতির মূল্যস্ফীতি। আল-জাজিরা বলেছে, ডলারের বিপরীতে জাপানি মুদ্রা চলতি বছরের অক্টোবরে গত ৩২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় জাপানের মূল্যস্ফীতির হার তুলনামূলক কম হলেও বর্তমান মূল্যস্ফীতি জাপানের কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান প্রায় স্থবির হয়ে পড়েছে।

ব্যাংক অব জাপানের গভর্নর হারুহিকো কুরোদা বলেছেন, ‘লক্ষ্যমাত্রার ওপরে মূল্যস্ফীতি খুব বেশি দিন স্থায়ী হবে না। এটি অস্থায়ী। মূলত বৈশ্বিক পর্যায়ে পণ্যের দাম বাড়ার কারণে এই মূল্যস্ফীতি দেখা দিয়েছে।’ করোনা মহামারির কারণে জাপানের অর্থনীতি যে ভঙ্গুর দশায় পৌঁছেছে, তা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তাও ব্যক্ত করেছেন তিনি।

এই সপ্তাহের শুরুর দিকে প্রকাশিত অর্থনৈতিক তথ্য দেখা গেছে, জাপানের অর্থনীতি অপ্রত্যাশিতভাবে তৃতীয় ত্রৈমাসিকে শূন্য দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পর এক নাগাড়ে তিন ত্রৈমাসিকে সংকুচিত হয়েছে। কারণ মানুষ ব্যক্তিগত খরচ কমিয়ে দিয়েছে।

অর্থনীতির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গত মাসে ২৬০ বিলিয়ন ডলারের উদ্দীপক প্যাকেজ ঘোষণা করেছেন।

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি