হোম > বিশ্ব > এশিয়া

ভিয়েতনামে ‘হাইব্রিড’ করোনা শনাক্ত

ঢাকা: ভিয়েতনামে করোনার একটি ধরন শনাক্ত করা হয়েছে যেটি যুক্তরাজ্য এবং ভারতের ধরনের সংমিশ্রণ। এই ধরনটির নাম দেওয়া হয়েছে ‘হাইব্রিড’ কোভিড। । করোনার এই ধরনটি আগের সবগুলোর চেয়ে বেশি বিপজ্জনক এবং এটি দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নুয়েন থান লং সর্বশেষ শনাক্ত করোনার এ নতুন ধরনকে ‘খুব বেশি বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা জিন সিকোয়েন্সিং করছিলাম। তাতে এক করোনা রোগীর দেহে এমন একটি স্ট্রেন মিলেছে, যেটি ভারতীয় ও ব্রিটেন স্ট্রেনের মিশ্রণ। আরও ভেঙে বললে, এটি আসলে ছিল ব্রিটেন স্ট্রেন। তার সঙ্গে মিশেছে ভারতীয় স্ট্রেন।

বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস সব সময়ই পরিবর্তিত হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এই পরিবর্তন সম্পূর্ণ হয় না। আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু ভাইরাস অনেক বেশি সংক্রামক হয়ে উঠতে পারে।
ভারত-ব্রিটেন মিশ্রণ, চিহ্নিত নতুন স্ট্রেন।

২০২০ সালের জানুয়ারিতে চীনে করোনা প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে এই পর্যন্ত করোনার হাজার হাজার মিউটেশন শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী নুয়েন থান লং সরকারি এক বৈঠকে বলেন, করোনার এই হাইব্রিড ধরন আগের সব ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক, বিশেষ করে বাতাসে দ্রুত ছড়ায়। সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়া রোগীদের ওপর পরীক্ষা চালানোর পর এটি আবিষ্কার করা হয়।

গত অক্টোবরে ভারতীয় করোনার ধরন (বি.১. ৬১৭.২) শনাক্ত হয়। গত বছরের ডিসেম্বরে করোনার যুক্তরাজ্য ধরন (বি.১. ১.৭) শনাক্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, করোনার যুক্তরাজ্য ধরনের চেয়ে ভারতীয় ধরন দ্রুত ছড়ায়।

এর আগে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ করোনার ভারতীয় ধরনের ক্ষেত্রে খুবই কার্যকর। এ ছাড়াও এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে, করোনাভাইরাসের কোনো পরিবর্তিত রূপ অনেক মানুষের গুরুতর অসুস্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে তবে ভাইরাসের মূল ধরনটির মতোই অন্যান্য ধরনও বয়স্ক এবং অন্যান্য অসুস্থতা আছে এমন লোকজনের জন্য বেশ ঝুঁকিপূর্ণ।

সম্প্রতি সময়ে ভিয়েতনামে করোনার সংক্রমণ আরও বেড়েছে। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ৬ হাজার ৭ শ'র বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশিই চলতি বছরের এপ্রিলের শেষের দিক থেকে শনাক্ত হয়েছে। ভিয়েতনামে এ পর্যন্ত করোনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে