হোম > বিশ্ব > এশিয়া

বিজেপির থেকে নির্বাচিতরা ফিরে যাচ্ছেন তৃণমূলে

প্রতিনিধি, কলকাতা

ভারতের পশ্চিমবঙ্গে ভোটের আগে তৃণমূলকে বেকায়দায় ফেলে প্রায় প্রতিদিনই দলবদলকে চমকে পরিণত করেছিল ভারতের শাসক দল বিজেপি। কিন্তু ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে বিজেপিতেই শুরু হয়েছে পাল্টা ভাঙন। দলবদল করে সদ্য নির্বাচিতরাই ফিরে যাচ্ছেন তৃণমূলে। 

এরই মধ্যে তিন হেভিওয়েট বিধায়ক যোগ দিয়েছেন মমতা ব্যানার্জির দলে। দল বদলানোর দলে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ও। দলের ভাঙন রুখতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য নেতারা বুধবার বৈঠকের বসেন। অন্যদিকে, তৃণমূলের দাবি—বিজেপি দলটাই উঠে যাবে।

২ মে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের ফল প্রকাশ হওয়ার পর গত চার মাসে বিজেপির ৩ বিধায়কের দলবদলে বেশ চিন্তিত দলের রাজ্য নেতারা। এমনিতেই ভিট-বিপর্যয় নিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। এর মাঝে সোমবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার বাগদার বিধায়ক বিশ্বজিত দাস তৃণমূলের যোগ দেন। এ ছাড়াও জাতীয় সংসদের দুই সদস্য জগন্নাথ সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। 

এতে ২৯৪ সদস্যের রাজ্য বিধানসভায় বিজেপির সদস্য কমে ৭৭ থেকে ৭২ এ দাঁড়িয়েছে। অন্যদিকে, দুই বিধায়কের মৃত্যু এবং মমতা ব্যানার্জিকে আসন ছেড়ে দিতে এক বিধায়কের ইস্তফার পরও তৃণমূলের সদস্য সংখ্যা ২১৩-ই রয়ে গেছে। একজন আইএসএফ ও একজন গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়কও রয়েছেন। 

রাজ্য বিধানসভার ৭টি আসন বর্তমানে খালি। দলত্যাগীদের বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, এরা বিজেপির নেতা ছিলেন না। দলের টিকিট পেয়ে জিতেছিলেন। এদের বিরুদ্ধে দলবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, বিধায়ক তন্ময় ঘোষকে দলবদলের জন্য পুলিশ দিয়ে চাপ দেওয়া হচ্ছিল। 

তৃণমূল অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেছে। তাঁরা বলছে, বিজেপি-ই কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভয় দেখিয়ে ভোটের আগে দল ছাড়তে বাধ্য করেছিল রাজ্যের বহু নেতাকে। এখন তাঁরা নিজেরাই ঘরে ফিরতে ব্যাকুল হয়ে উঠেছেন। 

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মতে, কারও পক্ষেই বিজেপিতে গিয়ে কাজ করা সম্ভব নয়। তাই যারা ভুল বুঝে গিয়েছিলেন, তাঁরা নিজেরাই ফিরে আসছেন। আরও অনেকে আসতে চাইছেন।

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া